AAP-নেতা রাঘবের সঙ্গে বিয়ে পাকা? প্রশ্ন শুনেই 'লজ্জায় লাল' পরিণীতি! বললেন..

AAP-নেতা রাঘবের সঙ্গে 'ডুবে ডুবে জল খাচ্ছেন' পরিণীতি চোপড়া!

AAP-নেতা রাঘবের সঙ্গে 'ডুবে ডুবে জল খাচ্ছেন' পরিণীতি চোপড়া!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Parineeti Chopra, Raghav Chadha, AAP leader Raghav Chadha, Parineeti Chopra Raghav Chadha, Raghav Parineeti, bollywood news, পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডা, পরিণীতি চোপড়া রাঘব চাড্ডা, রাঘব পরিণীতি, আপ নেতা রাঘব চাড্ডা, বলিউডের খবর

AAP-নেতা রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়ার বিয়ে!

নায়িকাদের মন এখন নায়কে নয়, বরং রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বতে মজে। দিন কয়েক আগেই সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। তার রেশ কাটতে না কাটতেই বলিপাড়ায় এখন নতুন জল্পনা! পরিণীতি চোপড়ার সঙ্গে নাকি প্রেম করছেন আপ-নেতা রাঘব চাড্ডা? কৌতূহলের অন্ত নেই। বিটাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শিগগিরিই নাকি রাঘব-পরিণীতির চার হাত এক হতে চলেছে।

Advertisment

সম্প্রতি জুচিকে এক রেস্তরাঁয় খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে। এরপরই আবার ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। যা দেখে-শুনে দুয়ে দুয়ে চার করতে ছাড়েনি নেটপাড়া। বিয়ের পোশাক বাছতেই নাকি অভিনেত্রী হাজির হয়েছিলেন মণীশের স্টুডিওতে… এমন গুঞ্জন সর্বত্র। অন্যদিকে, সুদর্শন যুবনেতা রাঘব চাড্ডার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে পরিণীতির সঙ্গে রাঘবের বিয়ের জল্পনায় বেশ খুশি অনুরাগীরা। তাঁদের মন্তব্য, 'দিব্যি মানিয়েছে দুজনকে।..' কিন্তু অভিনেত্রী কী বলছেন?

এযাবৎকাল অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন সম্পর্ক নিয়ে। রাঘব চাড্ডার সঙ্গে তাঁর প্রেম, কাকপক্ষীতে টের পায়নি। তবে সদ্য আরেক আপ-সাংসদ সঞ্জীব অরোরা রাঘব-পরিণীতিকে শুভেচ্ছা জানাতেই প্রেমের খবরে সিলমোহর পড়েছে। এবার পরিণীতি চোপড়াকে নাগালে পেতেই পাপ্পারাজিরা ঘিরে ধরলেন। মুম্বই বিমানবন্দরে বিয়ে নিয়ে অজস্র প্রশ্নের মুখে পড়তে হল নায়িকাকে।

Advertisment

এদিকে AAP-নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের কথা শুনেই 'লজ্জায় লাল' হলেন পরিণীতি চোপড়া। ম্যাম, যে খবর শোনা যাচ্ছে, সেটা কি সত্যি? বিয়ে পাকা? … পাপ্পারাজিদের তরফে এহেন প্রশ্নের মুখে পড়ে লজ্জায় পান পরিণীতি। উত্তরে শুধু বললেন, হুমম? নায়িকার কাছ থেকে কোনওরকম সদুত্তর না পেয়ে আবার যখন পাপ্পারাজিরা প্রশ্ন ছোঁড়েন, তখন পরিণীতির জবাব, 'ধন্যবাদ। শুভরাত্রি..।' অতঃপর লাজে রাঙা পরিণীতির মৌনতাকেই সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে খুশিতে মাতলেন তাঁরা।

bollywood Parineeti Chopra AAP Entertainment News