পানশালায় গিয়ে তুমুল মারামারি! অভিনেত্রীর জন্য সাংঘাতিক কাণ্ড ঘটান তাঁর মনের মানুষ..

অর্চনা তখন নিশ্চিত করেন যে ঘটনাটি সত্যিই ঘটেছিল। আফ্রিকা সফরের সময়, যখন তাঁরা সদ্য ডেটিং শুরু করেছেন, এমনই এক ঘটনা ঘটে। পারমিত আরও বলেন...

অর্চনা তখন নিশ্চিত করেন যে ঘটনাটি সত্যিই ঘটেছিল। আফ্রিকা সফরের সময়, যখন তাঁরা সদ্য ডেটিং শুরু করেছেন, এমনই এক ঘটনা ঘটে। পারমিত আরও বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname archana - parmeet

যা করেছিলেন তাঁরা? Photograph: (Instagram)

Archana Puran Singh: অভিনেত্রী অর্চনা পুরান সিং, তাঁর স্বামী পারমিত শেঠি, ছেলে আর্যমান এবং পুত্রবধূ যোগিতা বিহানিকে নিয়ে সম্প্রতি একটি ছোট ছুটি কাটাতে গিয়েছিলেন পুনেতে। শহরের নানা জনপ্রিয় খাবারের দোকানে তাঁরা ঘুরে বেড়িয়েছেন, উপভোগ করেছেন স্থানীয় স্বাদ আর ভাগ করেছেন বেশ কিছু মজার গল্প ও স্মৃতি।

Advertisment

ভ্রমণের মাঝেই পারমিত তাঁর ‘ড্যাড জোকস’-এর দমে সবাইকে হাসতে বাধ্য করেন। আর সেই সূত্রেই উঠে আসে তাঁদের সম্পর্কের প্রথম দিককার একটি ঘটনাও। যখন তিনি এক বার অর্চনার জন্য মারামারিতে জড়িয়ে পড়েছিলেন।

Munna Bhai MBBS: রাজকুমার হিরানির কনসেপ্টে চমক, মুন্না ভাই ৩ আসছে?

রুটির সঙ্গে মিসাল খাওয়ার সময় পারমিত মজার ছলে বলেন, “ভাবা যায়, একজন শান্ত মানুষ বারে গিয়ে মাতালদের সঙ্গে লড়াই করছে।” সঙ্গে সঙ্গে ছেলে আর্যমান প্রশ্ন ছুঁড়ে দেয়, “বাবা, তুমি কীভাবে জানলে যে বারে মারামারি হয়?” হাসতে হাসতে পারমিত উত্তর দেন, “আরেহ বাবা, একবার তো আমি তোমার মায়ের জন্য লড়াই করেছিলাম।”

Advertisment

আরও পড়ুন  দাদা থেকে মামা! ভাইফোঁটার দিন ডবল দায়িত্বে অঙ্কুশ হাজরা...

অর্চনা তখন নিশ্চিত করেন যে ঘটনাটি সত্যিই ঘটেছিল। আফ্রিকা সফরের সময়, যখন তাঁরা সদ্য ডেটিং শুরু করেছেন, এমনই এক ঘটনা ঘটে। পারমিত আরও বলেন, "একজন লোক তোমার মাকে বিরক্ত করছিল, আর আমি তখনই এগিয়ে গিয়েছিলাম। মজার ব্যাপার হল, বেশিরভাগ মেয়েরা তাঁদের প্রেমিককে মারামারি থেকে থামায়, কিন্তু তোমার মা তখন বলছিল-‘আরও মার ওকে!’” কথাগুলি শুনে সবাই হেসে ওঠে, আর অর্চনা লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন।

এই সফরে তাঁরা বিখ্যাত জার্মান বেকারিতেও গিয়েছিলেন, যেখানে তারা চকলেট ইক্লেয়ার, লেবু টার্ট, বান-মাস্কা এবং পালং শাকের অমলেট খেয়েছেন। পরে ফার্গুসন কলেজ রোডে গিয়ে উপভোগ করেছেন দক্ষিণ ভারতীয় খাবার। এক বছরের মধ্যেই অর্চনার ইউটিউব চ্যানেল বিপুল জনপ্রিয়তা পেয়েছে- বর্তমানে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৯.৯ লক্ষেরও বেশি। 

আরও পড়ুন নিজের বন্দুকের গুলিতেই মরণাপন্ন অভিনেতা, ' রক্তে সব ভিজে', বাবার ভয়ঙ্কর অবস্থা মনে পড়তেই চোখে জল...

Archana puran singh Entertainment News Today