Archana Puran Singh: 'ডিভোর্স দেব কি...', এত ছোট কারণে বিচ্ছেদ প্রসঙ্গ? হচ্ছেটা কী অর্চনা পূরণ সিং এর সংসারে?

Archana puran Singh: কেন এহেন কথা শুনতে হল তাঁকে? জানা গিয়েছিল, তাঁরা রাতে পালিয়ে গিয়ে সকালে বিয়ে করেছিলেন। বাড়ির অমতে গিয়ে তাঁরা গাঁটছড়া বাঁধেন, তারপর...

Archana puran Singh: কেন এহেন কথা শুনতে হল তাঁকে? জানা গিয়েছিল, তাঁরা রাতে পালিয়ে গিয়ে সকালে বিয়ে করেছিলেন। বাড়ির অমতে গিয়ে তাঁরা গাঁটছড়া বাঁধেন, তারপর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Parmeet Sethi jokes about divorcing Archana Puran Singh

Archana-Parmeet: কিন্তু কেন এই কথা উঠল বাড়ির সবার সামনে? Photograph: (Instagram)

অর্চনা পুরান সিং তার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ শেয়ার করেছেন এবং যথারীতি তার স্বামী পারমিত শেঠি ফের লাইমলাইটে। নতুন ভ্লগে অর্চনা তাঁর ছেলেদের আন্তর্জাতিক সফরে বাইরে থাকার কথা জানিয়েছেন। আয়ুষ্মান যখন প্যারিসে তার প্রথম একক আন্তর্জাতিক ভ্রমণ করেছিলেন, তখন আরিয়ামান তার বন্ধুদের সাথে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। দু'জনেই যখন মুম্বই ফিরতে চলেছেন, তখন উচ্ছ্বসিত অর্চনা তাঁদের জন্য সারপ্রাইজ হিসেবে তাঁর বিশেষ দহি পনির রান্না করেন।

Advertisment

অর্চনা বাড়িতে পনির তৈরি করে কাজ শুরু করেছিলেন, তার স্বামী পারমিত তাকে রান্নাঘরে উত্যক্ত করেছিলেন। টাটকা পনির বানানোর পর নিজের রেসিপি শেয়ার করলেন অর্চনা। খাবার তৈরির সময় তিনি আয়ুষ্মানের প্যারিস ভ্রমণের ক্লিপসও শেয়ার করেছিলেন। ভিডিওতে আয়ুষ্মান তার এয়ারবিএনবি, ডিজনিল্যান্ড ভ্রমণ এবং অন্যান্য পর্যটন গন্তব্য সম্পর্কে কথা বলেছেন। গর্বিত অর্চনা বলেন, "আয়ুষ্মান তার কষ্টার্জিত অর্থ দিয়ে প্রথম একক আন্তর্জাতিক সফরে গিয়েছিলেন।" 

রান্নাঘরে পারমিত তার রান্নার দক্ষতা নিয়ে রসিকতা করেছিল। বিরক্ত অর্চনা বলেন, 'প্রতি বারের মতো আমি এই মানুষটির ওপর প্রচণ্ড বিরক্ত। দয়া করে কেউ তাকে আমার কাছ থেকে নিয়ে যান, আমি ঠিকানাটি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এরপরে অর্চনা তার দ্বিতীয় পুত্র আরিয়ামানের মালদ্বীপ ভ্রমণের ক্লিপগুলি শেয়ার করেছিলেন। কিন্তু, গল্প এখানেই শেষ নয়। অর্চনা খুব একটা ভাল রাঁধুনি নন, সেকথা তিনি নিজেই জানিয়েছিলেন। তাই তো তাঁর স্বামী খাবার টেবিলে বসে যা বললেন.. 

পারমিত এবং তার ছেলেরা অর্চনাকে খাবার সম্পর্কে উত্যক্ত করেছিল। অর্চনাকে ডিভোর্স দেওয়া নিয়ে রসিকতা করেছিলেন পারমিত। তিনি মজা করে তার বাবাকে জিজ্ঞাসা করলেন, "পনিরটি ঠিক আছে তো? আপনার বৌমা বানিয়েছে। ও নিজে রান্নাটা আপ্রুভ করেছে তো? এখন আমি তাকে ডিভোর্স দেব কি না?" 

Bollywood Celeb Home bollywood actress bollywood