অভিনেত্রী পার্নো মিত্র ছোটপর্দা দিয়েই তাঁর যাত্রা শুরু করেছিলেন। আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি প্রযোজক-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক দিয়ে। সম্প্রতি স্টার জলসা প্রকাশ করেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এক আদিবাসী মেয়ের চরিত্রে দেখা যাবে পার্নোকে। তাঁর বিপরীতে রয়েছেন ঋষি কৌশিক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় আগেই প্রকাশিত হয়েছিল যে পার্নো মিত্র ফিরছেন ছোটপর্দায়। এই প্রথম প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকে তাঁর লুক। চরিত্রের নাম আমন ও ধারাবাহিকের নাম 'কোড়া পাখি'। আগামী ১৩ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে ধারাবাহিকের রাত ৯টার স্লটে। ওই স্লটে এই মুহূর্তে রয়েছে 'কুঞ্জছায়া' ধারাবাহিক।
আরও পড়ুন: গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের উপর আক্রমণ অন্যায়, নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা
নতুন এই ধারাবাহিকের প্রোমো সদ্য এসেছে স্টার জলসা-র সোশাল মিডিয়া পেজে। দেখে নিতে পারেন সেই প্রোমো নীচের লিঙ্কে ক্লিক করে--
আদিবাসী মেয়ে আমন পড়াশোনায় ভাল, সে সাংবাদিক হতে চায়। গ্রাম দেখতে আসা, উন্নাসিক, শহুরে মানুষজনেরা তার এই স্বপ্ন নিয়ে যতই হাসাহাসি করুক না কেন, আমন তার স্বপ্নকে অত সহজে ছেড়ে দেবে না। তবে শহরের সবাই যে আদিবাসী মেয়ের এই স্বপ্নকে ছোট চোখে দেখবে এমনটা নয়। ঠিক যেমনটা দেখা গিয়েছে নায়ক ঋষি কৌশিককে, এই প্রোমোতে। সব মিলিয়ে ধারাবাহিকে সাব-অল্টার্ন অপ্রেশনের একটা গল্প পাবেন দর্শক। পাশাপাশি দুটি সম্পূর্ণ ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের মধ্যে প্রেমের গল্পও বোনা থাকবে এই ধারাবাহিকের গল্পে।
পার্নো মিত্র এবং ঋষি কৌশিক ছাড়া আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিতাস ভৌমিক। প্রোমোতে যেমনটা দেখা গিয়েছে, তাতে মনে হয় এই চরিত্রটিই হবে ধারাবাহিকের খলনায়িকা। এর আগেও লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে আদিবাসী চরিত্র এসেছে-- 'ইষ্টিকুটুম'-এর 'বাহা'। এখনও এটি একটি কাল্ট চরিত্র বাংলা টেলিভিশনে। মজার ব্যাপার হল 'ইষ্টিকুটুম'-এও নায়কের ভূমিকায় ছিলেন ঋষি কৌশিক।