কপালে চন্দন, সিঁদুরে সিঁথি, কনে সাজে পার্নো মিত্র, মিমির মন্তব্য, ‘বিয়ে করতে চাস?’

টলিপাড়ায় বিয়ের মরসুমের মাঝেই পার্ণো মিত্র কনে সাজে ছবি শোরগোল ফেলে দিয়েছে। সেই প্রেক্ষিতেই বান্ধবী মিমি চক্রবর্তীর 'রসিক' মন্তব্য।

টলিপাড়ায় বিয়ের মরসুমের মাঝেই পার্ণো মিত্র কনে সাজে ছবি শোরগোল ফেলে দিয়েছে। সেই প্রেক্ষিতেই বান্ধবী মিমি চক্রবর্তীর 'রসিক' মন্তব্য।

author-image
IE Bangla Web Desk
New Update

টলিপাড়ায় একেই বিয়ের মরসুম। গতবছর বিয়ের মরসুমে উদ্বোধনটা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এরপর একের পর এক সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা, সৌরভ-ত্বরিতা, ইমন-নীলাঞ্জন থেকে শুরু করে অনেকেই। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় নীল-তৃণা। অঙ্কুশ-ঐন্দ্রিলাও বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি। এসবের মাঝেই অভিনেত্রী পার্ণো মিত্রর (Parno Mitra) কনে সাজ শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

parno ছবি- ইনস্টাগ্রাম

কপালে চন্দনের উলকি, সিঁথিতে চওড়া সিঁদুর, নাকে নোলক, মাথায় শোলার মুকুট, পরনে লাল শাড়ি ও সনাতনী সোনার গয়নায় ফটোশুট করিয়েছেন পার্নো। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কনে সাজে পার্ণোকে দেখে হইচই পড়ে গিয়েছে। অনেকে তো কৌতূহলী মন নিয়ে প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন যে, "বিয়ে করছেন নাকি?", কেউ বা আবার বলছেন, "সেরে ফেলুন, দিব্যি মানিয়েছে আপনাকে।" অভিনেত্রী যদি নীরব এসব মন্তব্যের ঝড়ে। তবে নজর কেড়েছে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কমেন্ট। ছবির নিচে পার্ণোর কাছে প্রশ্নটা পেড়েই ফেললেন শেষমেশ। বললেন, "বিয়ে করতে চাইছিস?" পার্ণোও উত্তর দিলেন, বললেন, "মিমি, আমার মনের কথাটা তুই জানিস!"

publive-image

Advertisment

মিমি চক্রবর্তীর সঙ্গে পার্ণো মিত্রর সখ্যতার কথা অনেকেই জানেন। দুই অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বন্ধুত্ব তার জন্যে এতটুকুও নষ্ট হয়নি। দেখা হলে এখনও কথা-আড্ডা হয়। উপরন্তু জন্মদিনেও দুজন দুজনের ছবি পোস্ট করে উষ্ণ অভ্যর্থনা জানান। অন্যদিকে রাজনীতির ময়দানে তৃণমূল সাংসদ মিমি বেজায় সক্রিয় হলেও গত লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগ দিয়েও পার্ণো সেভাবে ময়দানে দেখা যায় না। তিনি ব্যস্ত ধারাবাহিক, সিরিজের শুটিং নিয়ে। মাঝেমধ্যে ফটোশুটও চলে। সেরকমই কনে সাজে এক ফটোশুট করিয়েছিলেন অভিনেত্রী। আর তাতেই বান্ধবী মিমির এমন 'রসিক' মন্তব্য। নেটজনতাও দিব্যি মেতেছেন সেসব ছবি দেখে।

View this post on Instagram

A post shared by Queen P (@parnomittra)

parno mitra Mimi Chakraborty