New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/03/7KzyKtNBwOQYzjns8NZq.jpg)
বেনী বসু-কাকলিকে বিঁধলেন পরমা
Benny Basu On Paroma Banerjee: ডাইনি সিরিজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন 'রোজগেরে গিন্নী'-র সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে সুর চড়িয়েছে যাত্রাশিল্পী কাকলি চৌধুরী ও অভিনেত্রী বেনী বসু, রাহুল বন্দ্যোপাধ্যায়। এবার কাকলি-বেনীকে বিঁধলেন পরমা।
বেনী বসু-কাকলিকে বিঁধলেন পরমা
Paroma Banerjee Dainii Controversy Row :হইচই প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত 'ডাইনি' সিরিজ নিয়ে 'রোজগেরে গিন্নী'-র সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম। শুধু তাই নয়, মিমির ‘লিপ ফিলিং’নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। এই সিরিজ নাকি 'যাত্রাটাইপ'। এরপরই পরমাকে একহাত নিয়েছেন যাত্রাশিল্পী কাকলি চৌধুরী। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ডাইনি সিরিজ খারাপ লাগতেই পারে কিন্তু, যাত্রা টাইপ বা সামাজিক পালা শব্দগুলোতে আপত্তি করেছেন।
শুধু কাকলিই নন, পরমার বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, বেনী বসু। সোশ্যাল মিডিয়ায় কাকলি চৌধুরীকে সমর্থন করে বেনী বসু লিখেছেন, 'যাত্রা টাইপ আর জিনাত আমান। সংস্কৃতির প্রতি কতটা অভিজাত্য সেটা মতপ্রকাশের মাধ্যমেই প্রকাশিত। দায়িত্বজ্ঞানহীনতার কতটা চরম পর্যায়ে মানুষ পৌঁছতে পারে তা দেখতে অনেক ধৈর্য ধরতে হবে ও একইসঙ্গে অপেক্ষাও করতে হবে। আমি তোমার পাশে আছি কাকলি দি।'
এই পোস্টেক পালটা জবাব দেন পরমা। তাঁদের ভুল ধরিয়ে দিয়ে লেখেন, 'বেনী বসু ও কাকলি চৌধুরী আপনারা একটু ভুল করে ফেলেছেন। তিন বছর বয়স থেকে যাত্রা দেখছি। যদি বিশ্বাস না হয় তাহলে পাড়ায় এসে ফ্যাক্ট চেক করে দেখতে পারেন। দক্ষিণ কলকাতার পরিচিত একটি পরিবারে আমার জন্ম। অভিজাত বললে আবার অনেকের আত্মসম্মানে ছ্যাঁকা লাগতে পারে। যাত্রা সম্পর্কে আধ ঘণ্টা গান গেয়ে আলোচনা করতে পারি। যে যাঁর মতো ফুটেজ খাচ্ছেন খান। কিন্তু, একটু ফ্যাক্ট চেক করে নিলে ভাল হয়।'
পরমা আরও যোগ করেন, 'আজকের এই লেখাটার আগে কাকলি দিকে আমি চিনতাম না। আমাকে অপমান করার পাশাপাশি নিজের যাত্রারও প্রচার করলেন। এবার থেকে চিনলাম। ফুটেজ কে খাচ্ছে সেটা জনতাই বিচার করুক। কাকলি দি নমস্কার, আপনার সঙ্গে মুখোমুখি আলাপ হলে ভাল লাগবে। আর বেনী বসু একটা সময় জিনাত আমন, শক্তি কাপুর একটা সময় বাংলার যাত্রায় অংশ নিতেন। আমাকে বলার আগে পুরো বিষয়টা জেনে নিন। মাফ করবেন কথাটা বলতেই হল।' উল্লেখ্য, কাকলি-অনল জুটিকে না চেনার জন্য ভিডিওবার্তায় পরমাকে তুলোধনা করেছেন অভিনেতা রহুল।