Mimi Chakraborty Troll: যে সিরিজ নিয়ে এত আলোচনা হল, কেউ বলল এমন সিরিজ আগে হয়নি, আবার কেউ বললেন বাংলা সিরিজে এমন টপিক এবং নারীকেন্দ্রিক গল্প আরও হওয়া উচিত। মিমি চক্রবর্তী ডাইনি সিরিজে নাকি অনবদ্য। কুসংস্কার এবং সমাজের এক অন্ধকার দিক পেরিয়ে আলোর দিশা দেখিয়েছে এই সিরিজ। কিন্তু...
মিমি গতবছর থেকে সিরিজের পথে পা বাড়িয়েছেন। যাহা বলিব সত্য বলিব দিয়েই ওয়েব সিরিজের দুনিয়ায় তাঁর হাতেখড়ি হয়। ডাইনি তাঁর দ্বিতীয় সিরিজ। পাতা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নিজের বোনের জন্য তিনি লড়াই করেছেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করেছেন। তবে, এই সিরিজ নিয়ে এবার সরব হয়েছেন পরমা বন্দ্যোপাধ্যায়। তাঁর এত বিরক্ত লেগেছে এই সিরিজ দেখে যে রাগের চোটে এক কাণ্ড করে বসেছেন।
পরমা বিখ্যাত তাঁর বহু পুরনো রোজগেরে গিন্নির জন্য। সেখানে সঞ্চালকের ভুমিকায় ছিলেন তিনি। তারপর আরও নানা শো করেছেন। এবার তিনিই ডাইনি সিরিজ নিয়ে মুখ খুলেছেন। এত মেজাজ গরম হয়েছে তাঁর যে হইচই অ্যাপ ফোন থেকে ডিলিট করে দিয়েছেন তিনি। কী লিখছেন তিনি?
Hoichoi app টা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে । ডাইনি ওয়েব সিরিজের এর ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের ওভার হাইপ ও প্রশংসা শুনে আমিও ৪৯৯ টাকার বোকা বনে গেলাম । মেরেকেটে এপিসোড ৩ অবধি অতি কষ্টে! তারপর ব্যাস! আর না! ঝমঝম মিউজিক দিয়ে একটা সিন কে অযথা টেনে টেনে কি করে লম্বা করতে হয়, সেটা সিরিয়াল আমাদের বুঝিয়ে দিয়েছে। দু একজন ভালো অভিনেতা আছেন ,কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম।"
এরপরই তিনি, মিমিকে নিয়ে যা নয় তাই বললেন। মিমি ডায়লগ বলতে গিয়ে তুতলেছেন। এমনকি, তাঁর ঠোঁট এত ফুলিয়ে ফেলেছেন, যে ডায়লগ শুনতে খুব খারাপ লেগেছে। পরমা সমাজ মাধ্যমে লিখেছেন... "প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁট টা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়াল এর পুপে ছিলেন , আমরা এর " adaa" তে মুগ্ধ হতাম, ভাবতে কেমন লাগে! সিরিজ টা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগলো । যাত্রা টাইপ । সামাজিক পালা।"
প্রসঙ্গে মিমির এই সিরিজ দেখেই হইচই এর কনটেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মানুষ রিচার্জ করে যে ঠকেছেন, সেকথাও তিনি বলেন। "যাদের হৈচৈ এর সাবস্ক্রিপশন ফুরিয়েছে , ফাঁদে পড়ে এটা দেখার জন্য একটি পয়সা ও খরচ করবেন না। টোটাল পয়সা নষ্ট।"