/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/Untitled-design-91.jpg)
ফাইল ছবি।
Virat Kohli: পাকিস্তান ম্যাচের হারের পর থেকে সমালোচনার শিকার মহম্মদ শামি। তাঁর সম্প্রদায় নিয়ে ব্যাঙ্গ-কটাক্ষ করতেও পিছপা হয়নি একশ্রেণির ক্রিকেট ভক্ত। এই আবহে ভারতীয় পেসারের পাশে দাঁড়িয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। সেই তালিকায় নাম রয়েছে, শচিন তেন্ডুলকর, হরভজন সিং, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহবাগের। এবার সতীর্থর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট কোহলি। রবিবার ইন্ডিয়া-নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন এ বিষয়ে সরব হয়েছেন ভারতীয় অধিনায়ক।
আর বিরাটের এভাবে সরব হওয়াকে কুর্নিশ জানাল বলিউডের একটি অংশ। ফারহান আখতার লিখেছেন, ‘ভালো বলেছো অধিনায়ক।‘ বিরাটের মন্তব্য উদ্ধৃত করে ট্যুইটারে হাততালি ইমোজি দিয়ে সমর্থন জানান স্বরা ভাস্কর। পরিচালক-প্রযোজক সুধীর মিশ্র লিখেছেন, ‘অধিনায়ক মুখ খুলেছেন।‘
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 #ViratKohlipic.twitter.com/uYyRGu4pVE
— Swara Bhasker (@ReallySwara) October 30, 2021
শামির সমর্থনে এগিয়ে এসে ঠিক কী বলেছেন বিরাট কোহলি? তিনি বলেছেন, ‘আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আঘাত করার মতোন জঘন্য আর কিছু হতে পারে না। প্রত্যকের নিজস্ব মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আমি ভাবতেই পারি না কারও বিরুদ্ধে ধর্ম নিয়ে বৈষম্যের কথা তুলবো। ধর্ম খুব পবিত্র এবং ব্যক্তিগত জায়গা। তাকে সেখানেই রাখা উচিত।‘
The captain has spoken ! https://t.co/JrYdvjZMgH
— Sudhir Mishra (@IAmSudhirMishra) October 30, 2021
এখানেই শেষ নয় আরও সুর চড়িয়েছেন ক্যাপ্টেন কোহলি। তিনি জুড়েছেন, ‘মানুষ তাঁদের হতাশার বহিপ্রকাশ ঘটান কারণ তাঁরা জানেন না ব্যক্তিগত স্তরে আমাদের কতটা উজাড় করে দিতে হয়। মাঠে নেমে আমাদের কীভাবে খেলতে হয়! মহম্মদ শামি আগে বহুবার ভারতকে ম্যাচ জিতিয়েছেন। জাতীয় দলের প্রথম একাদশে জসপ্রীত বুমরার সঙ্গেই ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে।‘
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন