/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/rukmini-759.jpg)
রুক্মিণী মৈত্র। ফোটো- ইনস্টাগ্রাম
পরিচালক যখন কমলেশ্বর মুখোপাধ্যায় তখন কিছু না কিছু কাণ্ড তিনি করবেনই। এবারেও তার অন্যথা হয়নি। ফলস্বরূপ এমন সহ অভিনেতা পেয়েছেন রুক্মিণী মৈত্র। পাসওয়ার্ড ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে এবং দর্শক বেশ পছন্দও করছেন। কিন্তু তার নেপথ্য কি কাহিনি লুকিয়ে রয়েছে জানেন? ৬০টি ইঁদুরের সঙ্গে শট দিয়ে হয়েছে রুক্মিণীকে।
ছবির একটি দৃশ্যে জেরা করা হচ্ছিল রুক্মিণী এবং আদ্রিতকে। সেখানে দৃশ্যটি বেশি ভয়ঙ্কর করতে ইঁদুর ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথমে কথাটা পরিচালক বলায় রুক্মিণী ভেবেছিলেন হয়তো সিজি করা হবে, কিন্তু সত্যি সত্যি অভিনেতারা এসে হাজির হবেন ভাবতেই পারেননি অভিনেত্রী। যদিও দৃশ্যটি ছবিতে নেই। কিন্তু ছবি মুক্তির পর সেই গল্পই প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
View this post on InstagramSome more rats please! The infamous Deleted Rat Sequence from #PASSWORD ????????????
A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra) on
View this post on InstagramSome more rats please! The infamous Deleted Rat Sequence from #PASSWORD ????????????
A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra) on
আরও পড়ুন, অষ্টমীতে একসঙ্গে অঞ্জলি দিলেন নুসরত-নিখিল, বাজালেন ঢাক
”এবার যুদ্ধ হলে সেটা হলে দুটো কম্পিউটার স্ক্রিনের মধ্যে”- ভিডিওতে অভিনেতার মুখে এই সংলাপ দর্শকের উৎসাহ যে দুগুণ করেছিল তার প্রমাণ মিলছে বক্সঅফিসে। এটিএমের ক্যামেরা, কিংবা ধরুন আপনার ফোনের সেলফি ক্যামেরা এই সবকিছুর মধ্যেই আপনি নজরবন্দী। ডার্ক ওয়েবের এই কঠিন সত্যিটাই সামনে এনেছেন কমলেশ্বর-দেব জুটি।