ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা শেষ, সকাল থেকেই শাহরুখ ঝড়ে গা ভাসিয়েছেন সকলে। কলকাতা থেকে মুম্বই, রাস্তা জুড়ে শুধুই কিং খান অনুরাগীদের উচ্ছাস। কোথাও নেচে ফাটিয়ে দিলেন তাঁরা আবার কোথাও শাহরুখকে নিয়ে ভিন্ন শ্লোগান। এদিন, শহর জুড়ে শুধুই কিং খানকে নিয়ে উত্তেজনা।
Advertisment
ফার্স্ট শো দেখতেই দলে দলে হাজির হয়েছেন শাহরুখ অনুরাগীদের বেশিরভাগ। হাতে বিরাট পোস্টার হোক কিংবা জোরালো সাউন্ড সিস্টেম, শহর কলকাতার রাস্তায় রাস্তায় চোখে পড়ল শাহরুখ অনুরাগীদের উন্মাদনা। 'পাঠান' রিলিজ করতেই যেন উৎসব মুখর গোটা শহর। পরনে, 'পাঠান' লেখা জ্যাকেট, অনুরাগীরা হাত ছড়িয়ে পোজ দিচ্ছেন। কোথাও কেক কেটেছেন অনুরাগীরা আবার কোথাও শাহরুখের আরতি করেছেন।
'হিন্দুস্তান কি শান, শাহরুখ খান'... কলকাতায় জমজমাট 'পাঠান'। বাঁধভাঙা উত্তেজনা অনুরাগীদের মধ্যে। হলের সামনে নাচানাচি, ব্যান্ড বাজা - চারবছর পর শাহরুখ ফিরেছেন বড়পর্দায়। তাঁকে সঠিকভাবে স্বাগত না জানালে হয়? দেশজুড়ে আজ সকাল থেকে শুধুই 'পাঠান' ঝড়। 'পাঠান' একবার নয়, বরং বারবার দেখবেন সকলে। শাহরুখ ভক্তদের অনেকেই ফুলমালা নিয়ে হাজির হয়েছিলেন সিনেমা হলে।
প্রসঙ্গত, শেষ কয়েকদিন অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পর থেকেই পাঠান তথা শাহরুখের দিকে নজর ছিল সকলের। কিং খান বলিউডের হাল ফেরাতে পারেন কিনা সেই প্রশ্নও উঠছিল। রাস্তায় রাস্তায় ভিড়, শাহরুখ অনুরাগীদের উল্লাস-উচ্ছাস। অনুরাগীদের বক্তব্য, 'আবেগের নাম শাহরুখ। এটুকু না হলে হয়'।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় হ্যাপি পাঠান ডে বলেই শাহরুখকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। কেউ বলছেন, 'আপনি সত্যিই মরশুম বদলে দিলেন'। আবার কেউ বলছেন, 'আপনি কামাল স্যার'। আবার কেউ শাহরুখকে এমনও বললেন, 'স্যার পোস্ট করবেন না এখন। পাঠান দেখছি, বিরক্ত করবেন না প্লিজ'।