scorecardresearch

বড় খবর

শাহরুখের অভিযোগ ‘লাল সিং চাড্ডা দেখিনি’, আমিরের আবদার ‘আগে পাঠান দেখা ভাই’

আমিরের সিনেমা নিয়ে কী বললেন শাহরুখ?

Shah Rukh Khan, Aamir Khan, Paathan, Lal Singh Chaddha, শাহরুখ, আমির, লাল সিং চাড্ডা, পাঠান, bengali news today
শাহরুখ খান, আমির খান

ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের পর শেষমেশ নীরবতা ভাঙলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় কিং খানের মন্তব্য, “লাল সিং চাড্ডা দেখা হয়নি। কারণ আমির বলে দিয়েছে, আগে পাঠান দেখা ভাই।”

কোন প্রসঙ্গে শাহরুখের এমন মন্তব্য? বুধবার ‘পাঠান’-এর টিজার প্রকাশ্যে আনার পরই #AskSRK পর্ব শুরু করেন তিনি। আর সেখানেই এক ভক্ত প্রশ্ন ছুঁড়েছেন- “আপনি লাল সিং চাড্ডা দেখলেন?” ভক্তদের প্রশ্নের উত্তর দিতে বাদশার জুড়ি মেলা ভার! যেমন রসিক, তেমনি স্মার্ট উত্তর। বললেন, “আমির বলছে, আরে আগে পাঠান দেখা ভাই..!”

প্রসঙ্গত, বলিউডের তিন খান- শাহরুখ, আমির ও সলমনের বন্ধুত্বের কথা সকলেই জানেন। একে-অপরের ছবি রিলিজের আগে শুভেচ্ছা পাঠান। এমনকী দুঃসময়েও পরস্পরের পাশে থেকেছেন। একদিকে শাহরুখ যখন শেষবার ২০১৮ সালে ‘জিরো’য় সুবাদে পর্দায় মুখ দেখিয়েছেন, অন্যদিকে আমিরের ম্যাগনাম অপাস প্রজেক্ট ‘ঠাগস অফ হিন্দোস্তান’-ও মুক্তি পেয়েছিল সেই বছরই। তারপর বছর চারেক কেটে গিয়েছে, সলমনের একাধিক ছবি মুক্তি পেলেও মিস্টার পারফেকশনিস্ট কিংবা কিং খান, দু’জনের কারোরই সিনেমা মুক্তি পায়নি। শেষমেশ বুধবার সকালে অনুরাগীদের বিশেষ সারপ্রাইজ দিয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর টিজার প্রকাশ্যে এনে মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন।

অন্যদিকে, গত মাসেই আমির জানিয়ে দিয়েছেন যে, তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২২ সালের আগস্ট মাসে। আর শাহরুখের ‘পাঠান’ রিলিজ করছে ২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল, তেলুগু- মোট ৩টি ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।

‘পাঠান’-এর টিজার দেখে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছেন দর্শকরা। খোদ রণবীর সিং লিখেছেন- ‘এই তো রাজার প্রত্যাবর্তন’। তবে ‘লাল সিং চাড্ডা’র ঝলকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। বারবার মুক্তি পিছনোয় অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তবে আমিরের সিনেমা প্রসঙ্গে শাহরুখের এই উত্তর কিন্তু ইতিমধ্যেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Pathaan shah rukh khan on aamir khans laal singh chaddha