/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/srk2.jpg)
শাহরুখ-সলমন...
'পাঠান' জ্বরে বুঁদ সারা দেশ। প্রথম থেকেই শাহরুখের লুক নিয়ে তুমুল হইচই। পেশীবহুল চেহারা তাঁর সঙ্গে লম্বা লম্বা চুল, শাহরুখের উষ্ণ অবতারে আনন্দে আত্মহারা তাঁর অনুরাগীরা। তবে, আজ সলমনকে দেখেও ঢোঁক গিলছেন ভক্তরা।
'কিসি কা ভাই, কিসি কা জান'- ছবির পোস্টারে সলমনকে দেখে হাঁ নেটপাড়া। শাহরুখকে নকল করছেন ভাইজান? একইরকম লম্বা চুল, চশমা ঠিক যেন 'পাঠানে'র মতই। ২৫ তারিখ রিলিজ করছে 'পাঠান', এদিকে সলমনের নতুন ছবির টিজারও রিলিজ করছে ২৫ তারিখ। দুই বন্ধুর কি কোনও প্ল্যান রয়েছে? আগ্রহের শেষ নেই তাঁদের ভক্তদের।
এদিকে, কিছুদিন আগেই শাহরুখকে তাঁর অনুরাগীরা প্রশ্ন করেছিলেন 'জিরো' ছবির মত এবারও কি অতিথি হিসেবে সলমন থাকছেন? এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, 'পাঠান' সবার ছবি। তোমরা চাইলে ভাইজান আসতেও পারেন। দুজনের লুক কিছুটা হলেও এক। তাই গুজগুজ ফিসফিস শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।
#KisiKaBhaiKisiKiJaan Teaser ab dekho bade parde par on 25th Jan...@VenkyMama@hegdepooja@IamJagguBhai@bhumikachawlat@boxervijender#AbhimanyuSingh@TheRaghav_Juyal@siddnigam_off@jassiegill@ishehnaaz_gill@palaktiwarii#VinaliBhatnagar@farhad_samji@ShamiraahNpic.twitter.com/pbVSce3xYH
— Salman Khan (@BeingSalmanKhan) January 23, 2023
উল্লেখ্য, ছবির পোস্টার শেয়ার করে সলমন লিখলেন, টিজার দেখো ২৫ তারিখ। বড়পর্দায় পরে দেখবে। যদিও এর আগে ছবির নানান ঝলক নজরে এসেছিল তবে পাঠান জ্বরের মধ্যেই, সলমনের এই ঘোষণা অনেক প্রশ্ন জিইয়ে রেখেছে। এরপরেই তাঁকে দেখা যাবে টাইগার ৩ ছবিতে। এখন সামনে অনেক ব্যাস্ততা। আন্তিম-দ্যা ফাইনাল ট্রুথ ছবিতে তাঁকে দেখা গেছে। বিগ বস থেকে আপাতত কিছুদিনের ছুটিতে রয়েছেন তিনি। তবে, ফাইনাল পর্বের সঞ্চালনা তিনিই করবেন।