scorecardresearch

বড় খবর

স্পেনে ‘পাঠান’-এর শুটে এ কেমন আচরণ দীপিকার! ‘মধ্যমা’ দেখালেন পাপ্পারাজিদের

অভিনেত্রীর আচরণে সমালোচনার ঝড়!

Pathaan, Deepika Padukone, Shah Rukh Khan, পাঠান, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, bengali news today
দীপিকা পাড়ুকোন

স্পেনে এইমুহূর্তে ‘পাঠান’-এর শুটে পুরোদস্তুর ব্যস্ত দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। বহুদিন বাদে জুটি বাঁধছেন এই দুই তারকা। অতঃপর শাহরুখ-দীপিকা জুটি নিয়ে যে অনুরাগীরা কৌতূহলী হবেন, সেটাই স্বাভাবিক। পাপ্পারাজিরাও লেন্স তাক করে শুটিং লোকেশনে ভীড় জমাচ্ছেন অহরহ। সম্প্রতি স্পেন থেকে ‘পাঠান’ ছবির লুক-সহ শাহরুখ-দীপিকার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। তার মধ্যেই একটি ছবিতে দীপিকা পাড়ুকোনকে মধ্যমা প্রদর্শন করতে দেখা গিয়েছে। যা নিয়ে নেটদুনিয়ায় একপ্রকার তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

এক পাপ্পারাজির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেল শাহরুখ এবং দীপিকা দুজনেই ব্যলকনিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। দুই তারকারই পরনে কালো জ্যাকেট। শাহরুখ পাপ্পারাজিদের ক্যামেরার ফ্ল্যাশে নিরুত্তর থাকলেও, দীপিকার চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এমনকী ছবি তুলিয়েদের উদ্দেশে মিডল ফিঙ্গার প্রদর্শন করতেও ছাড়েননি অভিনেত্রী। আর দীপিকা পাড়ুকোনের এহেন আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

যিনি দীপিকার এমন অভিব্যক্তিকে লেন্সবন্দি করেছেন, তাঁর কথায়, যাঁরা বিনা অনুমতিতে বাইরে থেকে ছবি তুলছিলেন, তাঁদের উদ্দেশেই হয়তো অভিনেত্রী মধ্যমা প্রদর্শন করেছেন। তবে নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর এমন আচরণের সমালোচনা করেছেন। কারও মন্তব্য, “উনি কি বিকিনি পরা ছবি ভাইরাল হওয়ার জন্য রেগে গেলেন?” আবার কারও কৌতূহল, “বিনা অনুমতিতে ছবি তোলাই কি ওনার রাগের কারণ?”

[আরও পড়ুন: বাইশ গজে মিতালির কামাল এবার পর্দায়, প্রকাশ্যে ‘সাব্বাশ মিঠু’র টিজার, দেখুন]

আবার একাংশ অভিনেত্রীর পক্ষ নিয়ে বলছেন, “আগে তো ছবিটা রিলিজ করতে দিন, তারপর না হয় সিদ্ধান্তে পৌঁছবেন। আর হ্যাঁ, আজকাল মধ্যমা প্রদর্শন করা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ যদি কোনও হলিউড অভিনেত্রী এমন করতেন, তাহলে তো সবাই প্রশংসা করতেন!”

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পাবে ২০২৩ সালের জানুয়ারি মাসে। এই সিনেমার হাত ধরেই পাঁচ বছর বাদে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন কিং খান। সম্প্রতি টিজার প্রকাশ্যে আনার পর এই সিনেমাকে ঘিরে বাদশা-অনুরাগীদের উন্মাদনা আরও বেড়েছে বই কমেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Pathaan star deepika padukone shows middle finger to paparazzi