scorecardresearch

বক্সঅফিসে আগুন! কালো পোশাকে শরীর ঢেকে লুকিয়ে ঘুরছেন ‘পাঠান প্রেমিকা’ দীপিকা

চুপিচুপি কোথায় গেলেন দীপিকা পাড়ুকোন?

Deepika Padukone, Pathaan, Shah Rukh Khan, John Abraham, Pathaan box office, Pathaan record, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, শাহরুখ দীপিকা, পাঠান, পাঠান রেকর্ড, পাঠান বক্সঅফিস, বলিউডের খবর
শাহরুখ-দীপিকার পাঠান হিট

মুখে কালো মাস্ক। সারা শরীর ঢাকা জোব্বা কালো পোশাকে। মাথায় কালো টুপি। একনজরে দেখে চেনা দায় যে, ইনি পাঠান-এর হিট নায়িকা দীপিকা পাড়ুকোন। এমন পোশাকেই চুপিসারে ঘুরে বেড়াচ্ছেন মায়ানগরীর ইতি-উতি!

গেরুয়া বিকিনি পরে বেজায় বিতর্কে পরেছিলেন। দেদার কটাক্ষ-সমালোচনার শিকার হতে হয়েছে ‘বেশরম’ নায়িকা দীপিকা পাড়ুকোনকে। এবার ‘পাঠান’ রিলিজ করতেই পাশা উল্টে গেল। বলিউড বাদশার সুপারহিট নায়িকা কিনা সারা শরীর কালো পোশাকে ঢেকে ঘুরে বেড়াচ্ছেন। বক্সঅফিসে ৫ দিনেই ৫০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে ‘পাঠান’। তার মাঝেই দীপিকা পাড়ুকোনের এহেন কাণ্ডকীর্তিতে শোরগোল নেটপাড়ায়।

প্রসঙ্গত, দীপিকার ফিল্মি কেরিয়ারে ওপেনিং ডে-তে এখনও অবধি সবথেকে বেশি ব্যবসা করা সিনেমার মাইলস্টোন তৈরি করেছে ‘পাঠান’। স্বাভাবিকভাবেই ‘মাস্তানি’ অনুরাগীরা উচ্ছ্বসিত। আর এসবের মাঝেই সারা শরীর কালো পোশাকে ঢেকে আচমকাই দীপিকা ছুটে গেলেন মুম্বইয়ের সিঙ্গলস্ক্রিন থিয়েটার গেইটি গ্যালাক্সিতে। যেখানে রমরমিয়ে চলছে শাহরুখ-দীপিকার সিনেমা।

[আরও পড়ুন: বাংলা সিনেমার পাশে কই? বয়কট গ্যাংয়ের গালে চড় মারায় ‘পাঠান’কে বাহবা ঋদ্ধির]

সুপারস্টার অভিনেত্রীকে এমন অবতারে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি প্রত্যক্ষদর্শীরা। নেটদুনিয়ায় ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল, নিরাপত্তা রক্ষীদের কড়া সুরক্ষাবলয় বেষ্টিত হয়ে সিঙ্গলস্ক্রিন ওই হলে প্রায় তড়িৎগতিতে প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন। উন্মত্ত জনতার সে কী উচ্ছ্বাস! তবে মুখ থেকে মাস্ক খোলেননি নায়িকা কিংবা কারও সঙ্গে কথা বলতেও দেখা গেল না পর্দার ‘পাঠান প্রেমিকা’কে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Pathaan star deepika padukone visits gaiety galaxy in incognito mode