২ সপ্তাহ পেরিয়েও পাঠান নিয়ে উন্মাদনা বিন্দনুমাত্র কমেনি শাহরুখ-ভক্তদের মধ্যে। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বাদশা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে পর্দায় প্রত্যবর্তন করেছেন, তাতে কেঁপে উঠেছে ভারতীয় সিনেমার বাজার। গোটা বিশ্বে মাত্র ১৩ দিনেই ৮৫০ কোটির ব্যবসা করেছে পাঠান। যা কিনা এযাবৎকাল বলিউড সিনেমার ইতিহাসে রেকর্ড আয়। অতঃপর শাহরুখের এমন ধুন্ধুমার কামব্যাক নিয়ে যে ফ্যানেরা উল্লাস করবেন, তা বলাই বাহুল্য।
দেশের বিভিন্ন রাজ্যের মতো কলকাতাও সেই তালিকা থেকে বাদ যায়নি। উপরন্তু আবার বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে কথা! কলকাতায় শাহরুখের কদর-ই বরাবর আলাদা। তাই পাঠান রিলিজের দিন শহর তিলোত্তমার বিভিন্ন প্রান্তে কিং খান-ভক্তরা উদযাপেন মেতেছেন। কোথাও শাহরুখের পোস্টারে পুজো করা হয়েছে তো কোথাও বা আবার লম্বা মালা পরানো হয়েছে। বাদশা বুঝিয়ে দিয়েছেন যে রাজার মতো সিংহাসনে প্রত্যাবর্তন কাকে বলে? তবে উল্লেখযোগ্য বিষয়, ভক্তদের এই উল্লাসে কিন্তু মন্নতে বসে অংশ নিয়েছেন শাহরুখও।
দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে তাঁর অনুরাগীরা উদযাপন করছেন, সব ছবি-ভিডিও তাঁর নখদর্পনে। সমস্ত টুইট করে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশেষ বার্তাও দিতে দেখা দিচ্ছে শাহরুখের টুইটে উঁকি দিলেই। এবার কলকাতার ভক্তদের উন্মাদনা দেখে প্রায় নিজেই হতবাক হয়ে গেলেন বলিউড সুপারস্টার।
<আরও পড়ুন: ‘অন্ধকার থেকে জ্বলন্ত সূর্য হয়ে ফিরলাম..’, বিতর্ক-কটাক্ষের কড়া জবাব ‘ফিনিক্স পাঠান’ শাহরুখের>
২৫ জানুয়ারি যেদিন পাঠান রিলিজ করেছে, সেদিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করেছিলেন শাহরুখের কলকাতার ভক্তরা। একেবারে বাজনা বাজিয়ে, রং নিয়ে মাতামাতি করে হুড খোলা গাড়িতে চেপে মিছিল করে সিনেমাহলে পৌঁছেছেন তাঁরা। শত ব্যস্ততার মাঝে সেই মূহুর্তের ভিডিও নজর এড়ায়নি শাহরুখের। নিজেই টুইট করে লিখেছেন- "আরে এটা তো একটু বেশিই হয়ে গেল…।"
সেই ভিডিওতে দেখা গেল, ভক্তরা সব শাহরুখের জয়ধ্বনি দিচ্ছেন। সঙ্গে ব্যস্ত কলকাতার রাস্তার জমিয়ে নাচ। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তাঁদের হাতে তিরঙ্গাও দেখা গেল। আর কলকাতার অনুরাগীদের এমন উল্লাস দেখে-শুনে হতভম্ব শাহরুখ খান নিজেও।