/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/srk5.jpg)
বাংলাদেশে মুক্তি পেল পাঠান
শাহরুখ ফ্যানেদের চরম উত্তেজনা। বাংলাদেশে রিলিজ করেছে পাঠান। দীর্ঘ এতদিনের অপেক্ষা, তারপর? অবশেষে আজ মুক্তি পেয়েছে এই ছবি। শোরগোল বাংলাদেশ সিনেপ্রেমীদের মধ্যে।
১৯৭১ সালের পর এই প্রথম কোনও হিন্দি ছবি রিলিজ করেছে বাংলদেশে। আর শো? সে তো চমকে ওঠার মত! ৪৮টি থিয়েটারে ২০০টা শো রাখা হয়েছে। ঝড়ের গতিতে বিকচ্ছে টিকিট প্রথম দুদিনের সব টিকিট শেষ। শো হাউসফুল। লোকাল ডিস্ট্রিবিউটর অনন্যা মামুনের কথায়, "এত সাড়া একটি হিন্দি ছবির থেকে অসামান্য।"
তবে, এই ছবি রিলিজ করা মোটেই সুখকর ছিল না। বাংলদেশে বেশিরভাগই বিরোধিতা করেছিলেন হবি রিলিজের প্রসঙ্গে। তাঁদের ধারণা ঠিক এমনই ছিল, যে হিন্দি ছবির কারণে, বাংলাদেশের আসল ছবিগুলির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি, ২০০৯ সালের ওয়ান্টেড ছবিকে নিয়েও আলোড়ন সৃষ্টি হয়েছিল।
কিন্তু, পাঠানকে নিয় সবসময় আশাবাদী ছিলেন দুই দেশের কর্মকর্তারা। তাঁদের কথায়, সিনেমার কোনও ধর্ম বা বিভেদ থাকতে পারে না। বরং, এটি মানুষকে জুড়তে পারে। আমাদের খুব আনন্দ হচ্ছে যে পাঠান গোটা বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। সেখানে বাংলাদেশের কাছে সুযোগ এসেছে এখন। আশা করি, এই ছবি ওপার বাংলায় সফল হবে।