/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/srk-3.jpg)
বিশ্বজুড়ে 'পাঠান' ঝড়...
দেশ পেরিয়ে বিদেশে 'পাঠান' ঝড়। শাহরুখ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। এতদিন নিজের ম্যাজিকে দেশের মানুষের মনোরঞ্জন করার পর, এবার বিদেশ! যদিও সেখানে শাহরুখের ফ্যানের কমতি নেই। 'পাঠান'কে নিয়ে উচ্ছ্বসিত শাহরুখের ভক্তরা।
লন্ডন থেকে পেরু, শ্রীলঙ্কা কিং খান অনুরাগীদের উচ্ছাস দেখার মত। পরনে 'পাঠান' লেখা টিশার্ট, হুডি - ভক্তদের উন্মাদনা দেখে আপ্লুত কিং খান। লন্ডনের ফ্যান ক্লাব তাদের টুইটার হ্যান্ডেলে পাঠান স্ক্রিনিং এর ছবি আপলোড করেই লিখলেন, "সকলে পাঠান দেখলাম এই বিশেষ টিশার্ট এবং হুডি পড়ে। সিনেমাকে উদযাপন করার মত এক মুহুর্ত"। তাঁদের এই ভালবাসা নজর এড়ায়নি কিং খানের। পাল্টা বললেন, "কি দারুন হুডিগুলো! ধন্যবাদ লন্ডন"।
Sending love to all of u!! Thank u for making it special in New York https://t.co/8eIvCH5pte
— Shah Rukh Khan (@iamsrk) February 6, 2023
আরও পড়ুন < ‘এত্ত সুন্দরী, আমার উপরে বসেও যদি..’, দীপিকার সঙ্গে খুল্লামখুল্লা ফ্লার্ট শাহরুখের >
Thank u… glad to see u have a good time with #Pathaanhttps://t.co/6LEQiG7oYU
— Shah Rukh Khan (@iamsrk) February 6, 2023
লন্ডন ছাড়াও, নিউ ইয়র্ক, পেরু, অস্ট্রিয়া - বিশ্বজুড়ে কিং খান ভক্তদের বেশিরভাগই 'পাঠান' ঝড়ে সামিল হয়েছেন। নিউ ইয়র্ক ফ্যান ক্লাবের সদস্যরা লিখলেন, "পাঠান দেখলাম। এই ছবি গোটা বিশ্বজুড়ে যা ভালবাসা পাচ্ছে আগে কোনও ছবি পায় নি"। শাহরুখ, ভক্তদের আনন্দ আরও দ্বিগুণ করে বললেন, "নিউ ইয়র্কে এত বিশেষ আয়োজন করার জন্য ধন্যবাদ"। অস্ট্রিয়াও বাদ পড়ল না এই উৎসব থেকে। শুধু ভারতীয়রা নয়, সামিল হলেন সেদেশের নাগরিকরাও। 'পাঠান' যে কামাল করে দিয়েছে, এই আনন্দ তাঁদের চোখে মুখে পরিষ্কার। গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিল srk অস্ট্রিয়া। হলের সামনে কিং খানের নাম ধরে চিৎকার হোক অথবা হাত ছড়িয়ে তাঁর আইকনিক পোজ দিয়ে ছবি, শাহরুখের নজরে পড়লেন তারাও।
Thank you Peru… lots of love https://t.co/p4WeNxZgeW
— Shah Rukh Khan (@iamsrk) February 6, 2023
আরও পড়ুন < ‘এরা শুধু ঘেউ ঘেউ করে, কামড়ায় না!..’ ‘পাঠান’ বয়কট গ্যাং, গেরুয়া-ধারীদের সপাট চড় প্রকাশ রাজের >
Thank u Austria! Love u… https://t.co/1wya4nmOxP
— Shah Rukh Khan (@iamsrk) February 6, 2023
এদিকে, পেরুর ফ্যান ক্লাবের সদস্যরা এই নিয়ে দুবার দেখে ফেলেছেন এই ছবি। শাহরুখের পোষ্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অনুরাগীরা। পাঠান শুধুই ওপরের দিকে উঠছে। বিদেশের মাটিতে শাহরুখ ম্যাজিক বহাল। শ্রীলঙ্কার ফ্যানেরাও বিরাট খুশি। পাঠান তাঁদের হাসির অন্যতম কারণ। তাঁরা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "শাহরুখ আপনার 'পাঠান' আবার আমাদের মুখে হাসি ফোটালো"। আর কিং খান নিজেও এই আনন্দে আত্মহারা, বললেন.. আমার খুব ভাল লাগল যে আপনারা এতটা মজা করেছেন।