এঁরাই হলেন নতুন 'পতি', 'পত্নী' এবং 'ও'! ছবি মুক্তি ৬ ডিসেম্বর

Pati Patni Aur Woh: বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসছে ১৯৭৮ সালের বলিউড ছবির রিমেক। সম্প্রতি সোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে তিনটি মুখ্য চরিত্রের পোস্টার।

Pati Patni Aur Woh: বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসছে ১৯৭৮ সালের বলিউড ছবির রিমেক। সম্প্রতি সোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে তিনটি মুখ্য চরিত্রের পোস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
Pati Patni Aur Woh character poster Kartik Aaryan Bhumi Pednekar Ananya Panday

'পতি পত্নী অউর ও' ক্যারেক্টার পোস্টার।

এই বছর শীতের শুরুতেই বলিউড দর্শক পেতে চলেছেন একটি কমেডি ছবি যার মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে। এই ছবির শুটিং শুরু হওয়া থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে ছবির কাস্টিংয়ের জন্য়। ভূমি পেডনেকরের সঙ্গে কার্তিক আরিয়ানের পতি-পত্নী জুটি ও তৃতীয় ব্যক্তির চরিত্রে অনন্যা পাণ্ডে নিঃসন্দেহে ছবি নিয়ে মানুষের কৌতূহল বাড়িয়েছিল। সম্প্রতি ছবির ক্যারেক্টার পোস্টারগুলি প্রকাশ পেতেই ছবি নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে কয়েক গুণ।

Advertisment

এই পোস্টারগুলি তিন অভিনেতা-অভিনেত্রীই তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন। এই ছবিতে কার্তিকের চরিত্রের নাম চিন্টু ত্যাগী, যে চরিত্রটি নাকি এক আদর্শ স্বামীর চরিত্র। আর তার স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি পেডনেকর, চরিত্রের নাম বেদিকা ত্রিপাঠী। মজা করে নিজের চরিত্র সম্পর্কে লিখেছেন ভূমি যে চরিত্রটি নাকি ইমোশনালি হাই মেনটেনেন্স অর্থাৎ খুবই অভিমানী, তাই তাকে সব সময় একটু যত্নে রাখতে হয়।

আরও পড়ুন: বালা টিমকে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলাম: অভিষেক পাঠক

আর ওই পতি ও পত্নীর কেমিস্ট্রির মধ্যে ঢুকে পড়বে অনন্যা পাণ্ডে-অভিনীত চরিত্রটি যার নামটি এখনও জানা যায়নি। কিন্তু পোস্টারে লেখা রয়েছে যে ও অগ্নিপথ হ্যায়, ইসসে কোই প্যার না কর পায়া। অর্থাৎ এমনই তার ক্যারিশ্মা যে তার সঙ্গে কারও প্রেম টিকে উঠতে পারে না।

Advertisment

এই হাস্যরসাত্মক ছবিটি তিন তারকার কাছেই একটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ কারণ ১৯৭৮ সালের পতি পত্নী অউর ও ছবিটি বলিউড ছবির ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য ছবি হিসেবে ধরা হয়। ওই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা এবং রঞ্জিতা কাউর।

bollywood movie