Pabitra Puniya: টেকেনি আগের সম্পর্ক, ১ বছরের মাথায় কার সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী?

২০২৪ সালের শুরুতে পবিত্রা ঘোষণা করেন যে তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, ধর্ম নয়, বরং ব্যক্তিত্বের সংঘাতই বিচ্ছেদের মূল কারণ। বিচ্ছেদের পরও তাঁরা পরস্পরকে সম্মান জানিয়ে দূরত্ব বজায় রেখেছেন।

২০২৪ সালের শুরুতে পবিত্রা ঘোষণা করেন যে তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, ধর্ম নয়, বরং ব্যক্তিত্বের সংঘাতই বিচ্ছেদের মূল কারণ। বিচ্ছেদের পরও তাঁরা পরস্পরকে সম্মান জানিয়ে দূরত্ব বজায় রেখেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pab

কাকে বিয়ে করছেন তিনি?

Bigg Boss Fame Actress Engagement: অভিনেত্রী পবিত্রা পুনিয়া, যিনি ইয়ে হ্যায় মহব্বতে, নাগিন এবং বলবীর এর মতো জনপ্রিয় ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি একজন মার্কিন ব্যবসায়ীর সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন। অভিনেত্রী তাঁর এনগেজমেন্টের মনোরম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তবে সঙ্গীর নাম বা মুখ দেখাননি। ২০২৪ সালে অভিনেতা এজাজ খান-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার পবিত্রা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

Advertisment

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “অবশেষে বাগদান সম্পন্ন হল। আর বেশি দেরি নেই মিস থেকে মিসেস হতে।” — এর মাধ্যমে তিনি জীবনের নতুন যাত্রার ইঙ্গিত দেন। তিনি আরও জানান, এবার দীপাবলি একারণেই তাঁর জন্য বিশেষ। কারণ তিনি বাগদত্তর পরিবারের সঙ্গে বিদেশে উৎসব উদযাপন করছেন। এক সাক্ষাৎকারে পবিত্রা বলেন, “হ্যাঁ, আমি আবার আমার জীবনে ভালবাসা খুঁজে পেয়েছি। সে একজন মার্কিন ব্যবসায়ী, কোনও অভিনেতা নয়। ভীষণ দয়ালু এবং অসাধারণ মানুষ। আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি। আর এখন সবকিছু ঠিক মনে হচ্ছে।”

KIFF 2025: কলকাতার পর্দায় জীবন্ত ক্লাসিক, KIFF-এ এবার কী কী সিনেমা দেখানো হবে?

Advertisment

বুধের সকালে দুঃসংবাদ! দিল্লিতে অকালমৃত্যু ঋষভের

পবিত্রা ও এজাজ খানের প্রেমের গল্প শুরু হয়েছিল বিগ বস ১৪ -এর ঘর থেকে। শুরুতে ঝগড়া হলেও, ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। শো চলাকালীন এজাজ প্রকাশ্যে তাঁর প্রতি ভালোবাসার কথা স্বীকার করেছিলেন। অনুষ্ঠান শেষে দু’জন একসঙ্গে থাকতে শুরু করেন। সেসময় তাঁরা নিজেদের 'বিবাহিত' বলেও দাবি করেছিলেন।

তবে ২০২৪ সালের শুরুতে পবিত্রা ঘোষণা করেন যে তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, ধর্ম নয়, বরং ব্যক্তিত্বের সংঘাতই বিচ্ছেদের মূল কারণ। বিচ্ছেদের পরও তাঁরা পরস্পরকে সম্মান জানিয়ে দূরত্ব বজায় রেখেছেন। এজাজ শেষবার মন্তব্য করেছিলেন, “আমি পবিত্রার জীবনে শুধুই ভালোবাসা ও সাফল্য কামনা করি।” এখন পবিত্রা পুনিয়া জীবনের নতুন পর্বে পা রাখলেন। 

Entertainment News Bigg Boss