Prarthana Behere Father Death: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, পিতৃবিয়োগের যন্ত্রণায় কাতর 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী

Pavitra Rishta Actress Father Death: সড়ক দুর্ঘটনায় প্রয়াত 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রার্থনা বহেরের বাবা। গত ১৪ অক্টোবর বাবার মৃত্যুর প্রায় ১২ দিন পর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

Pavitra Rishta Actress Father Death: সড়ক দুর্ঘটনায় প্রয়াত 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রার্থনা বহেরের বাবা। গত ১৪ অক্টোবর বাবার মৃত্যুর প্রায় ১২ দিন পর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পিতৃশোক...

Prarthana Behere Father Dies In Road Accident: বিনোদন জগৎ-এ যেন মৃত্যুমিছিল! গত দেড় সপ্তাহে একের পর এক তারকার মৃত্যু খবরে শোকস্তব্ধ টিনসেলটাউন। গোবর্ধন আসরানি থেকে পঙ্কজ ধীর, সতীশ শাহ-র আকস্মিক মৃত্যুতে বিনোদুনিয়ায় আছড়ে পড়েছে শোক। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় প্রয়াত 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রার্থনা বহেরের বাবা। গত ১৪ অক্টোবর বাবার মৃত্যুর প্রায় ১২ দিন পর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। অনেকটা সাহস সঞ্চয় করে ইনস্টাগ্রামে লম্বা-চওড়া আবেগপূর্ণ বার্তায় পিতৃবিয়োগের যন্ত্রণা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। উল্লেখ্য, ৩১ অগাস্ট ভোর চারটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন 'পবিত্র রিস্তা' খ্যাত প্রিয়া মারাঠে। 

Advertisment

কী জানালেন প্রার্থনা? 

বাবার একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন যেখানে দৃশ্যমান তাঁর হাসি মুখ। সকলকে চমকে দিয়ে বাবার মর্মান্তিক মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়া মারফৎ সকলকে জানিয়েছেন। পোস্টে একটি জনপ্রিয় হিন্দি গানের কয়েকটি লাইনের উল্লেখ করে বাবাকে হারানোর কষ্ট ভাগ করে নিয়েছেন। একইসঙ্গে প্রার্থনা ওই পোস্টেই জানিয়েছেন কীভাবে বাবার মৃত্যু হয়েছে এবং সেই ঘটনা পরিবারের পরিবারের উপর কতটা গভীর প্রভাব ফেলেছে। 

কী ভাবে ঘটল দুর্ঘটনা?

প্রার্থনা লিখেছেন, 'আমার বাবা ১৪ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত মারা যান। বাবা, তুমি চলে যাওয়ার পর জীবন যেন থমকে গিয়েছে। তোমার হাসি এখনও কানে বাজে, তোমার আত্মবিশ্বাস আমাদের মনে শক্তি জোগায়। তোমার জীবন থেকে আমরা শিখেছি সুখ জীবনের কোনও পরিস্থিতি নয়, এটা এক ধরনের মনোভাব। তোমার সততা, সমাজসেবা ও মানুষের প্রতি অগাধ ভালবাসা আমাদের মানবতার প্রকৃত মূল্য শিখিয়েছে। তুমি আমাদের শিখিয়েছ, অন্যকে সাহায্যের মধ্যেই জীবনের প্রকৃত তৃপ্তি। আজ তুমি আমাদের সঙ্গে না থাকলেও, তোমার কণ্ঠস্বর ও গান আমাদের শক্তি জোগায়।'

Advertisment

আরও পড়ুন 'ওঁর স্বামী যেতে বারণ করেছিল তাই..., প্রিয়ার অকাল মৃত্যুতে অনুতপ্ত 'পবিত্র রিস্তা'-র সহ অভিনেত্রী

আবেগঘন পোস্ট

প্রার্থনা আরও লিখেছেন, 'আজও আমি সেই কাজটাই করছি যা দেখে তুমি গর্বিত হতে। এখন থেকে আরও বেশি পরিশ্রম করব। তুমি যেখানেই থাকো না কেন তোমার প্রতি শ্রদ্ধা জানানোই আমার কর্তব্য। আমি চোখের জল লুকিয়ে রাখব কারণ আমি জানি তুমি আমার কান্না কখনও দেখতে চাও না। তোমার হাসি আমার মনে চিরস্থায়ী হয়ে আছে। আমি সেই হাসি বজায় রাখার দায়িত্ব নিচ্ছি। চিন্তা করো না, আমি খুব শক্ত মেয়ে। কারণ তুমি আমার পাশে না থেকেও আমার অন্তরে আছো। আই লাভ ইউ বাবা, তোমাকে সারাজীবন মিস করব। তোমার তুম্পা।'

আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, মাত্র ৩৮-এ অকাল প্রয়াণ 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রিয়ার!

কঠিন মুহূর্ত

প্রার্থনা বহেরের এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বহু মারাঠি সেলিব্রিটি তাঁর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, প্রার্থনা গত কয়েক মাস ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আগস্ট মাসে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ক্যানসার আক্রান্ত প্রিয়া মারাঠেকে হারিয়েছেন। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। বাবার মৃত্যু তাঁর জীবনে আরও বড় একটি ধাক্কা। 

আরও পড়ুন মৃত্যুর প্রায় ১০ দিন পর আবেগপ্রবণ পোস্ট, পিতৃবিয়োগের যন্ত্রণা ভাগ করে পঙ্কজ ধীরের স্মৃতিচারণায় ছেলে

Road Accident