আরও পড়ুন, সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক নিয়ে একটা কথাও বলেননি মুম্বইয়ের চিকিৎসক
একটা কাপুরের প্রযোজনায় পবিত্র রিস্তা ছিল অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল, জি টিভি তে সম্প্রচারিত হত সিরিয়ালটি। সম্প্রতি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ জানিয়েছে সিরিয়ালটি ফের দেখা যাবে সেখানে। প্রসঙ্গত উল্লেখ্য, এটিই সুশান্তের টেলিভিশনের প্রথম বড় কাজ। এই ধারাবাহিকে সুশান্তের বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই বহু আলোচিত এই জুটির প্রেম পর্বের শুরু। টিআরপি-র নিরিখেও একেবারে ওপরের দিকে ছিল পবিত্র রিস্তা।
এক নিম্ন মধ্যবিত্ত মারাঠি পরিবার, মানব-অর্চনার প্রেম, জীবন সংগ্রাম, প্রতিকূলতা পেরিয়ে জীবনে এগিয়ে চলা এই নিয়েই ছিল পবিত্র রিস্তার গল্প। ঠিক কবে থেকে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি, তা অবশ্য এখনও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অধীর অপেক্ষায় রয়েছে ভক্তকুল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন