/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/paayel.jpg)
Paayel Loksabha: রাজনীতি থেকে সরছেন পায়েল?
Paayel Sarkar: আসন্ন লোকসভা নির্বাচন। গতকাল আড়ম্বরে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সাত দফায় বাংলায় ভোট। একদিকে যেমন অনেক তারকা এবার রাজনীতি থেলে সরে দাঁড়িয়েছেন, তেমনই অন্যদিকে অনেকে টিকিট পেয়েছেন।
আর অভিনেত্রী পায়েল সরকার রাজনীতির থেকে অভিনয়কে এগিয়ে রাখলেন। টলিপারায় তিনি পা রেখেছিলেন দেবের হাত ধরে। তারপর, অনেক বছর পেরিয়েছে। তিনি ইন্ডাস্ট্রিতে যেমন নাম করেছেন, তেমনই রাজনীতির মঞ্চেও নিজেকে প্রমান করার চেষ্টা করেছেন। কিন্তু, এবার নির্বাচনের আগেই তিনি অন্য সুর গাইছেন। অর্থাৎ?
অভিনেত্রীর কথায়, তিনি যতটা অভিনয় পছন্দ করেন, রাজনীতির মঞ্চ অতটাও তাঁর কাছের না। প্রকাশ্যে, এক সংবাদমাধ্যমে তিনি বলেন...
"রাজনীতির ময়দানটা আমি খুব কাছ থেকে দেখেছি। এই বিষয়টা আমি আগেও বলেছি, আর এখনও বলছি। দিনশেষে তো আমি একজন অভিনেতা। চিরকাল এটাই আমার প্রাধান্য হয়ে থাকবে। অভিনেতা হিসেবেই আমার প্রথম পরিচয়। অভিনয়ের সঙ্গে আমার সংযোগ একেবারে আলাদা। আর, রইল বাকি সমাজ সেবা? সেটা আমি মন থেকে এমনিই করি। সেটাকে আমি পেশা হিসেবে দেখি না।"
প্রসঙ্গত, পায়েল সিনেমার পাশাপাশি সিরিজেও সমান জনপ্রিয়। একসময়, বড়পর্দায় বেশ হিট ছবি উপহার দিয়েছেন। যদিও, সেই সংখ্যা এখন কমেছে। কিন্তু, রাজনীতির মঞ্চে তাঁর উপস্থিতি খুব একটা নেই বললেই চলে।