অভিনেত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়, তিনি নিজের দায়িত্বে মেয়েকে বড় করে তুলছেন। শুধু তাই নয়, সাধারণ মানুষ হিসেবে কী করে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, সেটাই ছেলেকে শেখাচ্ছেন। বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।
কিছুদিন আগেই পিঙ্কিকে অনেকেই স্বান্তনা দিচ্ছিলেন এই বলে, যখন কাঞ্চন দ্বিতীয়বারের মতো বাবা হলেন। মেয়েকে কোলে পেয়ে আহ্লাদে আটখানা উত্তরপাড়ার বিধায়ক। লক্ষী এসেছে তাঁর ঘরে, এমনটাই বলতে শোনা গিয়েছিল তাঁকে। কিন্তু, ছেলে ওশ? তাঁর কথা কি একবারও মনে পড়ে না?
ছেলেকে পিঙ্কি ভীষণ পরিপক্ব ভাবেই বড় করে তুলছেন। কিন্তু মানুষ হিসেবে শ্রেষ্ঠ করে গড়ে তুলছেন, তেমনই এক দৃশ্য দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী ছেলের বেশ কিছু ফটো দিয়ে একটি ভিডিও তৈরি করে পোস্ট করলেন। যেখানে, তাঁকে দেখা যাচ্ছে গ্রামে ঘুরতে। সঙ্গী ছোট্ট ছাগল বাচ্চা। তাঁকে কোলে নিয়েই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে সে। আনন্দে হাসি ধরছে না।
এদিকে একটা হাত ভাঙ্গা। তারপরেও ছোট্ট ছোট্ট ছাগলগুলিকে নিজের সঙ্গে বেঁধে রাখল ওশ। কখনও তাঁকে দেখে গেল কাগজ দিয়ে নৌকা বানিয়ে জলে ভাসাতে। অভিনেত্রী সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে লিখলেন...
#unbakshow #pinkybanerjee #soulawekening #inspiration #lifequotes #soul #speech #child #childhoodmemories #childdevelopment #childpsychology #childsupport #childcare
Posted by Pinky Banerjee on Sunday, November 10, 2024
"ভীষণ সাধারণ জীবনযাপন কাটানোই ছেলেবেলার ধর্ম হওয়া উচিত।" এদিকে, অভিনেত্রীর এই ভিডিও দেখে বেশিরভাগ তাঁর শিক্ষার প্রশংসা করেছেন। তাঁরা এক তারকা সন্তানকে এভাবে দেখে বেশ খুশি। কেউ লিখছেন... আপনার বক্তব্য সত্যিই খুব অসাধারণ, আর আপনার ছেলেও। আবার কেউ লিখছেন, ওশের খুব ভাল হোক। কারওর কথায়, ওশ, তোমায় খুব মিষ্টি লাগছে।
উল্লেখ্য, কাঞ্চনের মেয়ে হওয়ার পর, অনেকেই দাবি করেছিলেন তাহলে কি ছেলের ওপর কোনও প্রভাব আসতে দেবেন তিনি? উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ওপর কাঞ্চনের মেয়ের কোনও প্রভাব আসবে না।