Advertisment

সুশান্তের মৃত্যুতদন্তে CBI-এর ভূমিকা কী? জানতে চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

অভিনেতার মৃত্যু তদন্তে সিবিআইয়ের তরফে কোনওরকম অগ্রগতি হয়নি বলে দাবি।

author-image
IE Bangla Web Desk
New Update
sushant

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে সিবিআই-এর অবস্থান কী? জানতে চেয়ে সোমবার দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হল। আগামী ২ মাসের মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অভিনেতার মৃত্যু তদন্ত নিয়ে রিপোর্ট পেশ করতে হবে, এই দাবিতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

Advertisment

মুম্বইয়ের বাসিন্দা পুনীত কৌর ধান্দা এবং তাঁর স্বামী বিনীত ধান্দা সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। বিনীত নিজে পেশায় একজন উকিল। সিবিআইয়ের হাতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়ার পর মাস চারেক কেটে গিয়েছে। কিন্তু এখনও অভিনেতার রহস্য মৃত্যুর কোনওরকম কিণারা হয়নি। তাই আগামী মাস দুয়েকের মধ্যেই যেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সুশান্তের মৃত্যু তদন্তের রিপোর্ট পেশ করে, জনস্বার্থ মামলায় সেই আর্জিই জানিয়েছেন মুম্বইয়ের ওই দম্পতি।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর প্রাথমিকভাবে অভিনেতার রহস্য মৃত্যুর তদন্তভার মুম্বই পুলিশের উপর থাকলেও পরে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্ত ভার ন্যস্ত করে। তবে পরবর্তীতে সিবিআইয়ের পাশাপাশি আরও ২টি কেন্দ্রীয় সংস্থা ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই মামলার তদন্তে নামে। এনসিবি তদন্ত চালিয়ে মাদকচক্র যোগে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌহিক চক্রবর্তী-সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করলেও সিবিআই-এর তরফে এখনও সেরকম কোনও অগ্রগতি হয়নি মামলার। গোটা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সুশান্ত-অনুরাগীরা। অনেকের মতেই, মাসের পর মাস কেটে গেলেও অভিনেতার মৃত্যুর সঠিক তদন্ত এখনও হয়নি। এবার সেই দাবি তুলেই মুম্বইয়ের এক দম্পতি সুপ্রিম কোর্টে সিবিআই-এর তদন্তের অবস্থান জানতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে।

Sushant Singh Rajput
Advertisment