অনুরাগীদের এত প্রার্থনা, চিকিৎসকদের হাজারো চেষ্টা সত্ত্বেও আর ফিরে এলেন না ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বাঙালি হারালো তাঁর ‘আইকনিক হিরো’কে। দীপাবলির মাঝেই নিভে গেল আলো। ফিল্মি কেরিয়ারে মোট ৩০০টিরও বেশি ছবি করেছেন তিনি। শুধু বাংলা সিনেজগৎ-ই নয়, ভারতীয় বিনোদনজগতে তাঁর যা অবদান, তা সম্ভবত কয়েকটি শব্দে ব্যাখ্যা করা অসম্ভবপর। পাশ্চাত্যের আঙিনাতেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজ প্রশংসা কুড়িয়েছে। সেই মহান অভিনেতার প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আজ সন্ধে ৬টা থেকে সাড়ে ৬টা নাগাদ তাঁকে গান স্যালুটে বিদায় জানানো হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
টুইটারে বাংলা, হিন্দি ও ইংরেজি- মোটি ৩টি ভাষায় শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। "শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গ-সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি", টুইট করলেন মোদী।
শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।
— Narendra Modi (@narendramodi) November 15, 2020
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শ্রদ্ধা জানিয়েছেন। "ভারতীয় চলচ্চিত্র জগৎ এক লেজেন্ডারি অভিনেতাকে হারাল। সত্যজিৎ রায়ের অনন্য সব সৃষ্টি এবং 'অপু' ট্রিলজির জন্য ভারতীয় সিনেদর্শক তাঁকে চিরকাল মনে রাখবে। অভিনয়জগতে তাঁর অবদান অনস্বীকার্য। অসামান্য অভিনয় দক্ষতাই তাঁর কাছে দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণ, লেজিওন দি অনার-এর মতো অসংখ্য পুরস্কার এনে দিয়েছে তাঁকে। তাঁর পরিবার, বিশ্বজোড়া অনুরাগীকূল ও বিনোদন ইন্ডাস্ট্রির প্রতি সমবেদনা জানাচ্ছি", টুইট করেছেন রাষ্ট্রপতি।
With the passing of Soumitra Chatterjee, Indian cinema has lost one of its legends. He will be specially remembered for the 'Apu' trilogy and other memorable performances in Satyajit Ray's masterpieces. He made immense contribution to the craft of acting.
— President of India (@rashtrapatibhvn) November 15, 2020
Soumitra Chatterjee’s performances won him several national and international awards including Dadasaheb Phalke Award, Padma Bhushan and Légion d’Honneur. Condolences to his family, the film fraternity and millions of fans across the world.
— President of India (@rashtrapatibhvn) November 15, 2020
শোকবার্তা জ্ঞাপন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডারও।
Deeply pained to learn about the demise of legendary Soumitra Chatterjee ji. An iconic actor, who took Bengali cinema to new heights. In Soumitra Da, Indian silver screen has lost a gem. My thoughts and prayers are with his family and countless followers. Om Shanti Shanti Shanti
— Amit Shah (@AmitShah) November 15, 2020
Deeply pained by the passing away of legendary Bengali actor, Shri Soumitra Chatterjee. He has a long illustrious career & won many accolades for his acting prowess. He will continue to inspire young generations. My condolences to his family and followers. Om Shanti.
— Jagat Prakash Nadda (@JPNadda) November 15, 2020
টুইটে শোকপ্রকাশ রাজ্যপাল জগদীপ ধনকড়েরও।
Deeply grieved at the passing of veteran actor Soumitra Chattopadhyay. Heartfelt condolences. A void difficult to fill.
He was first Indian film personality conferred with Ordre des Arts et des Lettres France's highest award for artists; also winner of Dadasaheb Phalke Award.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 15, 2020
শোকপ্রকাশ রাহুল গান্ধীরও।
It’s sad to hear of the demise of Dadasaheb Phalke awardee Shri Soumitra Chatterjee, an actor par excellence who the nation has revered over the years.
My heartfelt condolences to his family, friends and fans. pic.twitter.com/XsbNmfF5AI
— Rahul Gandhi (@RahulGandhi) November 15, 2020