Advertisment
Presenting Partner
Desktop GIF

মোদীর বায়োপিক থেমে থাকার নয়, প্রতিশ্রুতি বিবেক ওবেরয়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের মুক্তি বিতর্কে সম্প্রতি ইতি টেনেছেন নির্বাচন কমিশন। বিবেক ওবেরয় অভিনীত এই ছবি রিলিজ করছে ২৪ মে, ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর।

author-image
IE Bangla Web Desk
New Update
vivek-oberoi

মোদীর ভূমিকায় বিবেক ওবেরয়

বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তির কিছুদিন আগে মঙ্গলবার নতুন ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। লোকসভা নির্বাচনের পর এক্সিট পোলে মোদী সরকার ফিরে আসার সম্ভবনা প্রকাশ্যে আসার পরই সামনে এল নয়া ট্রেলার। মোদীর ট্রেলারে নতুন ফুটেজও যোগ করা হয়েছে। নরেন্দ্র মোদীর শৈশব থেকে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া পর্যন্ত জীবনের ঝলক দেখানো হয়েছে ট্রেলারে। শুধুমাত্র গুজরাট দাঙ্গার বিভিন্ন সিক্যুয়েন্স ছাড়াও অন্যান্য বিষয়গুলো রয়েছে।

Advertisment

দু'মিনিট লম্বা ট্রেলারে বিবেক ওবেরয়কে কিছু শক্তিশালী সংলাপ বলতেও শোনা গিয়েছে। এমনকী বিরোধী দলের নেতাদের মুখ, যেমন-সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংদেরও দেখানো হয়েছে ঝলকে।

আরও পড়ুন, ঐশ্বর্য রাইয়ের মিম মুছে ক্ষমা প্রার্থনা বিবেকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালক উমঙ্গ কুমার। ছবিতে মনোজ যোশীকে দেখা গিয়েছে অমিত শাহের ভূমিকায়, বরখা বিস্ত রয়েছেন যশোদা বহেনের চরিত্রে। জারিনা ওয়াহাব মোদীর মা এবং বোমান ইরানি রয়েছেন রতন টাটার ভূমিকায়।

এর আগে ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল মোদীর বায়োপিকের। পরে তা পিছিয়ে ১১ এপ্রিল হয়। তবে সেই রিলিজও আটকে দিয়েছিল নির্বাচন কমিশন। ২৪ মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর।

Read the full story in English 

bollywood movie PM Narendra Modi
Advertisment