একুশে বাংলার জমিতে পদ্ম ফোটাতে মরিয়া মোদীর মন্ত্রীসভা। গত লোকসভা ভোটের পর থেকেই গেরুয়া শিবিরের নজর পশ্চিমবঙ্গের মসনদে। আর নববর্ষ (Bengali New Year) মানেই ভোটপ্রচারের আরেক অস্ত্র বাঙালি আবেগ। তাই ভোটের (West Bengal Assembly Election 2021) আবহে চমক যে থাকবেই, সেটাই স্বাভাবিক। আর সেই আবেগ ধরতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে বিজেপির (BJP) তরফে প্রকাশ্যে আনা হল নয়া থিম সং। যেখানে বাংলার সংস্কৃতির পাশাপাশি আমজনতার কাছে তুলে ধরা হল উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির কথা। অতঃপর 'এক ঢিলে লক্ষ্যেভেদ দুই পাখি'। বঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোট প্রচারও সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালেই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি রাজ্যবাসীকে চমক দিতে বাংলায় নতুন থিম সং-ও শেয়ার করলেন। যে গানের মূল বার্তা, 'এবার বাংলায় বিজেপি সরকার'। পদ্ম শিবিরের সেই গান টুইটারে শেয়ার করে বাংলাতেই প্রধানমন্ত্রীর বার্তা, "পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক।"
তিন মিনিটের ওই গানের ভিডিওয় প্রধানমুখ হিসেবে দেখা গেল নরেন্দ্র মোদীকে। বাংলার বিভিন্ন প্রান্তে তাঁর প্রচারের দৃশ্যগুলিও তুলে ধরা হয়েছে। বোঝানো হয়েছে, বঙ্গ জনতার জোয়ার বাংলায় পদ্ম-বাহিনীকেই চাইছে। বঙ্গবিজেপির নেতৃত্ব থেকে একুশের বিধানসভা প্রার্থীরাও সেই গান শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
দেখে নিন সেই গান-