অক্ষয়ের মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মোদী, সাহস জোগালেন অভিনেতাকে

PM Modi: ‘আপনার মা, অরুণা ভাটিয়ার মৃত্যুতে আমিও মর্মাহত। সেই নির্দয় সকালে আমি যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম আপনি আবেগতাড়িত ছিলেন।'

PM Modi: ‘আপনার মা, অরুণা ভাটিয়ার মৃত্যুতে আমিও মর্মাহত। সেই নির্দয় সকালে আমি যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম আপনি আবেগতাড়িত ছিলেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Akshay Kumar, PM Modi, Mother Demise

ফাইল ছবি

PM Modi: মাতৃহারা অক্ষয় কুমার ইতিমধ্যে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে লন্ডন উড়ে গিয়েছেন। মা, অরুণা ভাটিয়া তাঁর জীবনের কতটা জুড়ে ছিলেন ইতিমধ্যে সোশাল মাধ্যমে লিখেছেন অভিনেতা। এবার  অক্ষয় কুমারের মাতৃ-বিয়োগে তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী। অভিনেতার মাতৃ-বিয়োগে তিনিও মর্মাহত। এ ভাষাতেই চিঠি লেখেন প্রধানমন্ত্রী।

Advertisment

মোদী লেখেন, ‘আপনার মা, অরুণা ভাটিয়ার মৃত্যুতে আমিও মর্মাহত। সেই নির্দয় সকালে আমি যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম আপনি আবেগতাড়িত ছিলেন। আপনি লিখেছিলেন, মা আমার হৃদয়জুড়ে ছিল। আর আজ আমি অসহনীয় বেদনা অনুভব করছি।‘

প্রধানমন্ত্রী জুড়েছেন, ‘অত্যন্ত পরিশ্রমের পর আজ আপনি সফল। সঙ্কল্প এবং একাগ্রতা সঙ্গী করে আজ আপনি প্রতিষ্ঠা পেয়েছেন। আপনার জীবন যাত্রার মাধ্যমে প্রচারকে সুযোগে পরিণত করতে পেরেছেন। আর এই শিক্ষা মা-বাবার থেকেই আপনি পেয়েছেন। আমি নিশ্চিত কেরিয়ারের শুরুতে আশপাশের মানুষ আপনার সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু পাথর হয়ে আপনার পাশে দাঁড়িয়ে ছিলেন মা। আর আপনার সাফল্যেও তিনি নোঙর হিসেবে কাজ করেছেন। আপনাকে নম্র, সাধারণ রাখতে মা-ই সাহায্য করেছেন।‘

Advertisment

এমনকি, চিঠির শেষে প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার মা দেখে যেতে পেরেছেন তাঁর সন্তান দেশে এখন প্রতিষ্ঠিত এবং পরিচিত একটা নাম।‘ প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়েই ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানান অভিনেতা। তিনি লেখেন, ‘মায়ের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী আমি কৃতজ্ঞ। উনার এই ব্যবহার আমার সারাজীবন মনে থাকবে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Akshay Kumar PM Modi Bollywood Khiladi Mother Demise Modi's letter PM's Letter