ফের খবরের শিরোনামে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এইমুহূর্তে দেবী চৌধুরাণির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আর তার মাঝেই আইনি বিপাকে জড়ালেন। শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।
বছর দেড়েক আগে মধ্যমগ্রামের এক মলে 'দ্য ফিটনেস এম্পায়ার' নামে এক জিম খোলার জন্য ইচ্ছুকদের থেকে ট্রেনিংয়ের নামে টাকা তুলেছিলেন। তবে বছর গড়ালেও জিমের দরজায় এখনও তালা ঝুলছে। ওদিকে টাকা দিয়েও সেই শরীরচর্চা কেন্দ্রে জিম শুরু করতে পারেননি সেখানকার বাসিন্দারা। আর তাতেই খেপে গিয়ে শ্রাবন্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে সেই জিমের উদ্বোধন করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফলাও করে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেন। উদ্বোধনের দিন হাজির ছিলেন নিজে। চলতি বছরের গোড়ার দিকে আকর্ষণীয় অফার দিয়ে বিজ্ঞাপনও প্রকাশ্যে আসে। যেখানে উল্লেখ করা হয়েছিল যে, ১৮ হাজার টাকার পরিবর্তে যদি একেবারে প্রথম কিস্তিতে ৭ হাজার টাকা দেওয়া হয়, তাহলেই ভর্তি হতে পারবেন। লোভনীয় এই অফার পেয়ে লুফে নেন অনেকেই। তবে ভর্তি হওয়ার পরই নাকি তাঁদের বলা হয়, ৪ হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরপরই হঠাৎ করে দোলের জন্য জিম বন্ধ হয়ে যায়। যা এখনও খোলেনি।
<আরও পড়ুন: ‘ওসব ইঁদুর দৌড়ে আমি নেই…’, সাংঘাতিক খাটনির পরেই বাংলা সিনেমার উন্নতি! বলছেন জিৎ>
এরপরই বিরক্ত হয়ে স্থানীয় থানায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে শ্রাবন্তী জানান, যাঁরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, "তাঁরা সবটা সময়মতো পেয়ে যাবেন। নিশ্চয় কোনও কারণ আছে, তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই শুট নিয়ে ব্যস্ত যে ওদিকে সময় দিতে পারছি না। কিন্তু যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা টাকা পেয়ে যাবেন।"