Advertisment
Presenting Partner
Desktop GIF

মেলেনি পুলিশি অনুমতি! মিঠুনের মিছিল বাতিল, থানা ঘেরাও শ্রাবন্তীর, 'ব্যাপক চাঞ্চল্য' বেহালায়

বেহালা পশ্চিমের পদ্ম-প্রার্থী শ্রাবন্তী ক্ষোভে ফুসছেন। বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে। তাঁর দাবি, "ভয় পেয়েই মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করা হয়েছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
srabanti

১০ এপ্রিল, চতুর্থ দফায় ভোটগ্রহণের (West Bengal Assembly Election 2021, 4Th Phase) আগে বৃহস্পতিবার অর্থাৎ আজই প্রচারের অন্তিম দিন। তাই শেষবেলার হাইভোল্টেজ প্রচারে মোক্ষম অস্ত্র মিঠুন চক্রবর্তীকেই (Mithun Chakraborty) বের করতে চেয়েছিল বিজেপি। বেহালা (Behala) পূর্ব ও পশ্চিমে পদ্ম শিবিরের দুই তারকা প্রার্থী পায়েল (Paayel Sarkar) সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) হয়ে 'মোদীর তারকা সেনাপতি'কেই ভোটপ্রচারের ময়দানে নামানোর পরিকল্পনা করেছিল গেরুয়া-বাহিনী। কিন্তু বাদ সাধল পুলিশ প্রশাসন। পুলিশের তরফে অনুমতি না মেলায় বিজেপিকে বাতিল করতে হল প্রচার কর্মসূচী। ঘটনার জেরে বেহালায় থানা ঘেরাও করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে জড়ালেন বচসায়। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

Advertisment

অন্যদিকে, বেহালার পাশাপাশি আজ টালিগঞ্জের (Tollygunge) বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়েও মহাগুরুর রোড শো করার কথা ছিল। কিন্তু সেখানেও সেই একই সমস্যা। সংশ্লিষ্ট কেন্দ্রেও মিঠুনকে নিয়ে প্রচার মিছিলে জটিলতা দেখা দিয়েছে। কারণ, পুলিশি অনুমতি এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, বিজেপির জেলা নেতৃত্বের তরফে রোড শোয়ের অনুমতি চেয়ে বুধবার দুপুরে পুলিশের ‘সুবিধা’ অ্যাপে আবেদন জানানো হয়েছিল। কিন্তু গতকাল রাতেই তাঁদের আবেদন নাকচ করে দেওয়া হয়। এরপর পর্ণশ্রী থানায় গিয়ে অনুমতি চেয়েও লাভ হয়নি। তাতেও শিলমোহর বসায়নি পুলিশ প্রসাশন।

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল করার ঘটনায় পর্ণশ্রীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকী, থানার ভিতরে ঢুকেও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে বলে খবর।

প্রসঙ্গত, শনিবার রাজ্যের চতুর্থ দফায় বেহালা পূর্ব-পশ্চিম এবং টালিগঞ্জ কেন্দ্রে নির্বাচন। আর সেই প্রেক্ষিতেই শেষবেলায় দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের জন্য জাকজমকপূর্ণ রোড শোয়ের পরিকল্পনা করেছিল বিজেপি (BJP)। কিন্তু বেঁকে বসে পুলিশ প্রশাসন। তাঁদের দাবি, "খাস শহরের বুকে মিঠুন চক্রবর্তী প্রচারে নামলে জনজোয়ারের জেরে তীব্র যানজটের সৃষ্টির হত। নিরাপত্তা দেওয়াও কঠিন হয়ে পড়ত। তাই রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি।" ওদিকে বেহালার বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের দাবি মানতে নারাজ। বেহালা পশ্চিমের পদ্ম-প্রার্থী শ্রাবন্তী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, "ভয়ের জেরেই মিঠুনের রোড শো বাতিল করা হয়েছে। এত ভয় কীসের?"

Behala Babul Supriyo mithun chakraborty Srabanti Chatterjee bjp West Bengal Assembly Election 2021 Tollygunge Paayel Sarkar
Advertisment