Advertisment
Presenting Partner
Desktop GIF

'সড়ক টু'-তে আসছেন দুই বোন! জন্মদিনে আদর জানালেন পূজা

দুই বোনের মধ্যে বয়সের ব্যবধান বিস্তর। তার উপর চালু কথায় সৎবোন। কিন্তু পূজা ভাট ও আলিয়া ভাটের মধ্যে সম্পর্কটা কতটা মিষ্টি, তা বোঝা যায় ছবিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pooja Bhatt sends birthday wish to sister Alia Bhatt with her kid photo

বাঁদিকে আলিয়া-পূজার পুরনো ছবি (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত)

১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিনে বলিউডের তারকারা অকুণ্ঠ শুভেচ্ছা জানিয়েছেন এই প্রতিভাময়ী অভিনেত্রীকে। নায়িকার গুণমুগ্ধ-ফ্যানেদের কথা তো বলাই বাহুল্য। মধ্যরাত থেকেই তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। কিন্তু পূজা ভাটের শুভেচ্ছাটি অত্যন্ত উল্লেখযোগ্য।

Advertisment

পূজা ভাট ও আলিয়া ভাটের মধ্যে বয়সের ব্যবধান বিস্তর। তার উপর দুজনে সম্পর্কের দিক থেকে সৎবোন। কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা যে কতটা মধুর তা ধরা পড়ে যায় ফোটোগ্রাফে। যদিও এমনটা সব সময় ছিল না।

আরও পড়ুন: কাদম্বিনীর আগমনে বদলে গেল ৩টি ধারাবাহিকের সময়

পূজা ভাটের মা কিরণ ভাটের সঙ্গে পুরোপুরি বিবাহবিচ্ছেদ না করেই সোনি রাজদানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল পরিচালকের। সেই নিয়ে অনেক অসন্তোষ জমা হয়েছিল পরিবারের মধ্যে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যের দূরত্বগুলো কমিয়েছেন তাঁরা।

মহেশ ভাটের পরবর্তী ছবি, 'সড়ক টু'-তে দেখা যাবে দুই বোনকেই। পূজা ভাট ও আলিয়া ভাটকে একসঙ্গে এই প্রথম দেখা যাবে বলিউড ছবিতে। আগামী জুলাই মাসে মুক্তি পাবে এই ছবি। আলিয়ার জন্মদিনে তাই পূজা শেয়ার করেছেন 'সড়ক টু'-এর শুটিং পর্যায়ের একটি ছবি।

Pooja Bhatt sends birthday wish to sister Alia Bhatt with her kid photo শূধূ আলিয়া নয়, ১৫ মার্চ যিশু সেনগুপ্তেরও জন্মদিন। তাই 'সড়ক টু'-এর এই দুই অভিনেতার ছবিই পোস্ট করেছেন পূজা।

প্রথমে পূজা পোস্ট করেছেন খুদে আলিয়ার সঙ্গে তোলা ছবি ও তার কিছুক্ষণ পরে শেয়ার করেন বড়বেলার ছবিটি। ক্যাপশন ছিল-- নাউ। ইনস্টাগ্রামের ওই পোস্টে আলিয়ার মা সোনি রাজদান লিখেছেন, ''ইটস কিউট''। এছাড়া 'সড়ক টু' সংক্রান্ত আরও একটি পোস্ট করেছেন পূজা যিশু সেনগুপ্তকে নিয়ে। কারণ আজ তাঁরও জন্মদিন।

'সড়ক টু'-তে একটি মুখ্য চরিত্রে রয়েছেন যিশু। তাঁর সঙ্গে তোলা কয়েকটি ছবির কোলাজ পোস্ট করেছেন পূজা। এই ছবিটি ভাট পরিবারের কাছে অনেকটা সেতুবন্ধনের মতো। আলিয়ার জন্মদিন দিয়েই হয়তো শুরু হল এই ছবির পরোক্ষ প্রচার।

bollywood
Advertisment