Dia Mirza-Rhea Chakraborty: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে ছিল অনেক ধোঁয়াশা। আত্মহত্যা না খুন? বান্দ্রায় নিজের বাড়ি থেকে সিলিং ফ্যানে উঠতি অভিনেতার দেহ উদ্ধার হতেই তোলপাড় হয়ে গিয়েছিল বিটাউন। সুশান্তের পরিবারের তরফে মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হয়েছিল 'বান্ধবী' রিয়া চক্রবর্তীর উপর। রাজপুত পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকমাস কারাবাসও করেছেন রিয়া। কিন্তু, শনিবার সিবিআই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের অন্তিম রিপোর্টে জানিয়ে দিয়েছে তিনি আত্মহত্যাই করেছিলেন। সেই সঙ্গে রিয়া ও তাঁর পরিবারকেও ক্লিন চিট দিয়েছে। 'খলনায়িকা' থেকে 'নায়িকা' ইমেজ ফেরৎ আসতেই পাশে দাঁড়িয়েছেন পূজা ভাট থেকে দিয়া মির্জা।
/indian-express-bangla/media/post_attachments/7fe4dab4-053.jpg)
ইনস্টা স্টোরিতে দিয়া রীতিমতো সুর চড়িয়ে দাবি করেছেন, রিয়া ও তাঁর পরিবারের কাছে সকলের লিখিতভাবে ক্ষমা চাওয়া উচিত। লেখনির মাধ্যমে দিয়ার হুংকার, 'আপনাদের ডাইনি খোঁজা বন্ধ হয়েছে কি না! টিআরপির জন্য যে ভাবে একটা পরিবারকে বিব্রত করেছেন তার জন্য আপনাদের সকলের রিয়া ও তাঁর পরিবারের কাছে লিখিত ক্ষমা চাওয়া উচিত। এটুকু তো করতেই পারবেন।'
সুশান্ত মামলায় সিবিআই অন্তিম রিপোর্ট জমা দিতেই পূজা ভাটও রিয়াকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে খোঁচা মেরেছেন বলিউডের খিলাড়িকে। পাঁচ বছর আগে অক্ষয় লিখেছিলেন, 'সত্য সামনে আসবেই।' সেই পোস্টটি পুরনারয় শেয়ার করে মহেশ কন্যা লেখেন, 'সিবিআই নিশ্চিত করেছেন আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে সুশান্তের। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। রিয়া চক্রবর্তী ক্লিন চিট পেয়েছেন। আশা করছি সত্যিটা প্রকাশ্যে এসেছে।'
প্রসঙ্গত, তরুণ অভিনেতা সুশান্তের মৃত্যুর পর নেটাগরিকদের তোপের মুখে পড়েছিলেন মহেশ ভাট। সুশান্তকে অন্যায় ভাবে ছবি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল বর্ষীয়ান পরিচালকের বিরুদ্ধে। প্রয়াত অভিনেতাকে 'মানসিক ভাবে অসুস্থ' আখ্যা দেওয়া হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুলিশি জেরার মুখে পড়তে হয়েছিল মহেশ ভাটকে। সিবিআই মামলা বন্ধ করতেই সোশ্যাল মিডিয়ায় রিয়ার পাশে দাঁড়ালেন মহেশ কন্যা পূজা ভাট। সিবিআইয়ের তরফে ক্লিন চিট পেতেই মুখ খুলেছেন রিয়ার ভাই। দিদির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'সত্যমেব জয়তে' অর্থাৎ সত্যের জয় হবেই।