/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Pooja-Hegde-Salman-Khan-759.jpg)
প্রথমবার একসঙ্গে সলমন-পূজা।
২০২১-এর সলমনের ঈদের রিলিজের মুখ্য চরিত্রে কে আসছে তাই নিয়ে এতদিন জল্পনা ছিলই। অবশেষে খোলসা হল, সলমনের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। ঠিকই ধরেছেন মহেঞ্জোদারো খ্যাত পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভাইজানের সঙ্গে। 'কভি ঈদ কভি দিওয়ালি'-ছবিতে একসঙ্গে দেখা যাবে সলমন-পূজাকে।
'কভি ঈদ কভি দিওয়ালি'-র প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা জানিয়েছেন এই খবর। ফারহাদ সামঝি-র পরিচালনায় সলমন খান ও পূজা হেগড়ে রয়েছেন মুখ্য ভূমিকায়। সাজিদ বলেছেন, ''হাউসফুল ৪-এর পূজার সঙ্গে কাজ করার পর আমাদের মনে হয়েছে কভি ঈদ কভি দিওয়ালি-র জন্য পূজা একদম ঠিক।''
Announcing my next film... KABHI EID KABHI DIWALI ....
STORY & PRODUCED BY SAJID NADIADWALA ...
DIRECTED by FARHAD SAMJI...EID 2021 ... #SajidNadiadwala@NGEMovies@farhad_samji@WardaNadiadwala@SKFilmsOfficial
— Salman Khan (@BeingSalmanKhan) January 10, 2020
আরও পড়ুন, ‘প্যারাসাইট’-এর অস্কার জয় কেন এত গুরুত্বপূর্ণ
তিনি আরও বলেন, ''সলমনের সঙ্গে একটা পূজার প্রথম ছবি, যা গল্পে একটা ঝকঝকে দিক নিয়ে আসবে। স্ক্রিনে অত্যন্ত ভাল এবং কাজের বিষয়ে ও ভীষণ সিরিয়াস।'' একটি বিবৃতিতে সাজিদ নাদিয়াওয়ালা বলেছেন, 'কভি ঈদ কভি দিওয়ালি'-র অক্টোবরে শুটিং শুরু হচ্ছে।
তিনি লিখেছেন, '''জুড়ুয়া' শুধুমাত্র সলমনের নয়, বলিউডের জন্যও প্রথম ঈদ রিলিজ। এমনকী আমার পরিচালনায় 'কিক'-ও ঈদে মুক্তি পেয়েছিল। 'কভি ঈদ কভি দিওয়ালি'-র বিষয় এবং ছবিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ২০২১ এর জন্য ছবিটা করতে পেরে আনন্দিত।''
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন