/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/poonam1.jpg)
Poonam Pandey Passed Away: তাঁর মৃত্যুতে প্রশ্ন তুলছেন অনুরাগীরা.../ ছবি- ইনস্টা
গতকাল রাতেই মারা গিয়েছেন পুনম, জানিয়েছেন তাঁর ম্যানেজার। জরায়ুর ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী।
তবে, তাঁর মৃত্যু ঘিরে জোরালো হচ্ছে রহস্য। সোমবার, তাঁকে দেখা গিয়েছিল শহরের একটি অনুষ্ঠানে। সেখানে বডিকন কালো পোশাকে, উজ্জ্বল দীপ্তি ছড়িয়েছিলেন তিনি। চেহারার মধ্যে বিন্দুমাত্র অসুস্থতার কোনও ছাপ ছিল না। বরং একেবারেই তাঁকে ফিট দেখাচ্ছিল। এদিকে, গতকাল রাত্রে নাকি ক্যানসারে মৃত্যু।
অভিনেত্রীর মৃত্যুতে তাঁর অনুরাগীরা যথেষ্ট স্তম্ভিত। আজ, একটি পেজ থেকে ভিডিও শেয়ার করা হয়েছে যাতে, তাঁকে রীতিমতো সুস্থ দেখাচ্ছে। যিনি, এহেন ক্যানসারে ভুগছেন, তাঁকে সোমবার এতটা সুস্থ কী করে লাগে? তাঁর অনুরাগীরা প্রশ্ন তুলছেন এমনই। বেশিরভাগ এমনটাই জানাচ্ছেন, যে তাঁর মৃত্যুর কারণটা ভুয়ো লাগছে বেশ। কারণ, আজ অবধি কোনোদিন নিজের ক্যানসার নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি।
আরও পড়ুন - Poonam Pandey Death: জরায়ুর ক্যানসার কেড়ে নিল প্রাণ , প্রয়াত পুনম পান্ডে
তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় থাকতেন। তিনদিন আগেও তিনি পোস্ট করেছিলেন ভিডিও। সেখানে হঠাৎ করেই এই খবর, অনেকেই বাঁকা চোখে দেখছেন। একজন বলছেন, ১০০% সিওর যে খবরটা রটেছে যে তাঁর ক্যানসারে মৃত্যু, সেটা ভুল। কোনও পেশেন্টকে এমন লাগে না দেখতে। আবার কেউ বললেন, ফের একবার সুশান্তের মত খুন হল না তো?
উল্লেখ্য, তিনি শেষবারের মত কঙ্গনার লক আপে প্রতিযোগী হিসেবে ছিলেন। তাঁর জেতা না হলেও, অনেকেই তাঁকে বেশ পছন্দ করতে শুরু করেছিলেন। আবার কেউ কেউ, আজও তাঁকে নিয়ে নানা মশকরা করছেন।