Advertisment

পর্নকাণ্ডে নাম জড়িয়ে বিতর্কে জড়িয়েছেন! এবার কঙ্গনার 'লকআপ'-এ পুনম পাণ্ডে

কঙ্গনা রানাউতের বন্দি এবার পুনম পাণ্ডে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Poonam Pandey, Lock Upp, Kangana Ranaut, কঙ্গনা রানাউত, পুনম পাণ্ডে, লকআপ, bengali news today

কঙ্গনা রানাউত, পুনম পাণ্ডে

জামার চেন খুলেই বিপদে বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। ঠাঁই হল কঙ্গনা রানাউতের জেলে। নেটদুনিয়ায় সেই ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল। ব্যাপারটা কী?

Advertisment

বাস্তবে অবশ্য নয়, ওটিটির পর্দায় এই কাণ্ড ঘটাতে চেয়েছেন অভিনেত্রী। আসলে সম্প্রতি নিজের রিয়ালিটি সিরিজের ট্রেলার রিলিজ করেছেন অভিনেত্রী। এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ। তাও আবার টেলিভিশন ক্যুইন একতা কাপুরের হাত ধরে। যে শোয়ের নাম ‘লক আপ’ (Lock Upp)। শোয়ের ফরম্যাটও আলাদা। আগেরবার টিজারেই শোয়ের ধরন বুঝিয়ে দিলেছিলেন সঞ্চালিকা কঙ্গনা। খানিকটা বিগ বস ধাঁচের। বলিউডের বাছাই করা ১৬জন বিতর্কিত সেলেবরা বন্দি থাকবেন জেলে। আর সেই শোয়ে জেলারের ভূমিকায় কঙ্গনা। তাঁর অঙ্গুলিহেলনেই চলবেন শোয়ে অংশ নেওয়া প্রতিযোগীরা। তাঁদের যে কড়া টাস্কের সম্মুখীন হতে হবে, সেটাও বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। আর সেই রিয়ালিটি শোয়ের জেলেই এবার বন্দি হলেন পুনম পাণ্ডে।

<আরও পড়ুন: ভারতের ১ নম্বর স্টার হওয়া সত্ত্বে খুব একা ছিলাম: মিঠুন চক্রবর্তী>

নিশা রাওয়াল, মুনাবর ফারুকীর পর শোয়ের তৃতীয় প্রতিযোগী পুনম পাণ্ডে। বুধবারই প্রকাশ্যে আসা টিজারে দেখা গেল, জামার চেন খোলার অপরাধে জেলে বন্দি হয়েছেন অভিনেত্রী। রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। গতবছর বিয়ে করে খবরের শিরোনামেও পৌঁছেছিলেন। মাঝেমধ্যেই তাঁর শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়া সরগরম করেন। আর এবার কঙ্গনার রিয়ালিটি শোয়ে।

ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ থেকে এমএক্স প্লেয়ার এবং অল্ট বালাজিতে দেখা যাবে কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’ (Lock Upp Series)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kangana Ranaut Poonam Pandey Lock Upp
Advertisment