Poonam Pandey Troll: ২০২৪-এর এর কর্মব্যস্ত দিনে আচমকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুনম পাণ্ডে প্রয়াত। ২৪ ঘণ্টা পরই জীবন্ত হয়ে ওঠে সেই মৃত ব্যক্তি। জরায়ু ক্যানসার নিয়ে সচেতনার বার্তা দিতেই পুন পাণ্ডের এই উদ্যোগ। এই ঘটনায় চরম কটাক্ষের শিকার হয়েছিলেন বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। বলা ভাল, পুনম পাণ্ডে আর বিতর্ক যেন একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত।
অত্যাধিক খোলামেলা পোশাক ও শরীরী মেশায় মেতে থাকা পুনম পাণ্ডের ভিডিও ঘিরেও তৈরি হয় বিতর্ক। এবার সেই পুনম মহাকুম্ভের পথে। সেখানে গিয়ে পুণ্যস্নান করবেন তিনি। মুম্বই বিমানবন্দরে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ক্যাজুয়াল ড্রেসে লেন্সবন্দি হলেন পুনম।
নিজেই জানিয়েছেন, মহাকুম্ভে যাচ্ছেন। সেখান থেকে প্যাপেদের জন্য প্রসাদ আনবেন। এরপর পুনম আবার নিজেই জিজ্ঞাসা করেছেন, তাঁদের জন্য আর কিছু আনবেন কিনা। সেলেব পাপারাৎজ্জিৎরা উত্তরে বলেন, 'না না ধন্যবাদ'। এরপর হাসি মুখে বিমান ধরার জন্য এগিয়ে যান বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। তাঁর মহাকুম্ভের পথে এই যাত্রা ঘিরে তো সোশ্যাল মিডিয়ায় একেবারে শোরগোল।
পুনম পাণ্ডে আর মহাকুম্ভে পুণ্যস্নান, এ যেন হজম করতে সমস্যা হচ্ছে নেটনাগরিকদের একাংশের। পুনমের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। সেলেব প্যাপ তাঁর ইনস্টা অ্যাকাউন্টে পুনের কুম্ভযাত্রার ভিডিও পোস্ট করতেই নেটিজেনরা খোঁচা মেরে লিখেছেন, 'নাগী বাবা', কেউ আবার বলেছেন, 'ওই জায়গাটাকে নোংরা করো না। মন থেকে স্নান কর।'
পুনম পাণ্ডেকে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, 'যত যাই করো পাপ কোনওদিন সাফ হবে না।' 'ওখানে গিয়ে সব জল কালো করে আসব' বলেও মন্তব্য করেছেন নেটপাড়ার এক সদস্য। সর্বদা যাকে খোলামেলা পোশাকে দেখা যায় সেই পুনমকে সাবধান করে এক ব্যক্তি লিখেছেন, 'কাপড় পরে ডুব দিও।'
দেশ-বিদেশের রথী-মহারথীরা প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন। বহু তারকা ও রাজনীতিক উপস্থিত থেকেছেন মহাকুম্ভে। সম্প্রতি মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়েছেন পরিচালক রেমো ডি’সুজা। সেই মুহূর্তের ভিডিয়ো ও ছবি নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মহাকুম্ভে যাওয়ার আগে কালো চাদরে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। নদীতে ডুব দেওয়ার সময়ে নজরে আসে রেমোর গলার রুদ্রাক্ষের মালা। মহাকুম্ভে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন নয়ের দশকের অভিনেত্রী মমতা কুলকার্নিও। সমস্ত রীতি মেনে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। এখন অপেক্ষা পুনমের পুণ্যস্নানের ছবির।