Actor Passed Away: আচমকাই সব শেষ! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা...

Actor Death News: সংবাদ মাধ্যম ANI সূত্রে খবর, অভিনেতার মৃত্যুর খবর এসেছে আচমকাই। এবং সমাজ মাধ্যমে জানানো হয়েছে সেই খবর। রেখে গেলেন তাঁর স্ত্রীকে। যেন কেউ বিশ্বাস পর্যন্ত করতে পারছেন না যে এমন কিছু হতে পারে।

Actor Death News: সংবাদ মাধ্যম ANI সূত্রে খবর, অভিনেতার মৃত্যুর খবর এসেছে আচমকাই। এবং সমাজ মাধ্যমে জানানো হয়েছে সেই খবর। রেখে গেলেন তাঁর স্ত্রীকে। যেন কেউ বিশ্বাস পর্যন্ত করতে পারছেন না যে এমন কিছু হতে পারে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Ozzy Osbourne, the voice of metal rebellion and survival passed away at 76

আচমকাই চলে গেলেন অভিনেতা...

Actor Passed Away: একের পর এক নিদারুণ সুন্দর ছবিতে কাজ করেছিলেন তিনি। তাঁর জনপ্রিয় একটি চরিত্রের মধ্যে পড়ে HEE haw এর চরিত্রটি। অভিনেতাকে আর ধরে রাখা গেল না। বরং, তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যম ANI সূত্রে খবর, অভিনেতার মৃত্যুর খবর এসেছে আচমকাই। এবং সমাজ মাধ্যমে জানানো হয়েছে সেই খবর। রেখে গেলেন তাঁর স্ত্রীকে। যেন কেউ বিশ্বাস পর্যন্ত করতে পারছেন না যে এমন কিছু হতে পারে।

Advertisment

গাইলার্ড সারটাইন, অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর। সেভাবে শারীরিক অসুস্থতা তার ছিল না। গোলগাল চেহারার মানুষটি, বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে, ফ্রাইড গ্রীন টমেটোস, মিসিসিপি বার্নিং উল্লেখযোগ্য। তোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তুলসার চার্চ স্টুডিও। বৃহস্পতিবার রাতেই সবশেষ। অভিনেতা কি কারণে মৃত্যু হয়েছে সেই সম্পর্কে না জানা গেলেও তার পরিবার-মারফত খবর তার নাকি স্বাভাবিক মৃত্যুই হয়েছে নিজের বাড়িতে।

Entertainment News: মাদকের চূড়ান্ত অপব্যবহারে নাজেহাল ফিল্মিদুনিয়া, '…

Advertisment

তুলসার এই চার্চ স্টুডিওতে, মাঝেমধ্যেই যেতেন। তার স্ত্রী ছিলেন এক দীর্ঘ দিনের ভলেন্টিয়ার। যদি আবার বেশিরভাগ মানুষ দাবি করছেন, তার মৃত্যুর পেছনে দীর্ঘদিন ধরে এক লড়াই রয়েছে। হয়তো বা অসুস্থ ছিলেন অভিনেতা। ১৯৪৬ সালের ১৮ই সেপ্টেম্বর তুলসায় জন্মগ্রহণকারী সার্টেন, লোকাল টিভি স্টেশনে ক্যামেরা ম্যান হিসেবে কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে লেট নাইট মুভি হোস্ট হিসেবে জনপ্রিয়তা লাভ করেন ১৯৭০ সালে। বহু মানুষ তাঁকে মাজেপ্পা পোঁপাজোইডিই বলে চিনতেন।

Late Gailard Sartain (Image source: X/@OutsidersHouse)

কমেডিয়ান হিসেবে বেশি পরিচিত ছিলেন। বিশেষ করে তার পোশাকের জন্য তুমি আইকনিক হয়ে উঠেছিলেন। দ্যা আঙ্ক্যানি ফিল্ম এবং ক্যাম্প মিটিংয়ে মুগ্ধ করেছিলেন বেশিরভাগকে। সেখানেই কমেডির এক অন্য মাত্রা দেন। ১৯৭৫ সালের ক্লাসিক ছবি নাজবিল, কিংবা ১৯৭৮ সালের বডি হোলি স্টোরি, এই ছবিগুলোতে তিনি অত্যন্ত সংবেদনশীল অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুতে তার স্ত্রী বলেছেন, ও সব সময় সকলকে গল্প শুনিয়ে গেছে। গল্প শোনাতে শোনাতেই চলে গেল সে।

hollywood Entertainment News Entertainment News Today