/indian-express-bangla/media/media_files/2025/05/22/wQBIPVjR75dEy8R8pvlI.jpg)
চলে গেলেন অভিনেতা...
মৃত্যু যখন আসে তখন চোখের সামনে কাছের মানুষেরা বসে থাকলেও তাঁকে আটকানো যায় না। ঠিক এমনটাই ঘটলো জনপ্রিয় অভিনেতার সঙ্গে। বহু হলিউডের ছবিতে কাজ করে থাকে অর্জন করেছিলেন। ডক্টর হু এবং নো হাইডিং প্লেস ছবিতে তার অভিনয় ছিল দেখার মত। কিন্তু শেষ রক্ষা হলো না। মানুষ একবার যখন জন্ম নিয়েছেন তখন তাকে পরপারে যেতে হবেই। তবে এই অভিনেতার যেভাবে সুখের মৃত্যু হয়েছে, বলাই বাহুল্য।
প্রয়াত অভিনেতা মাইকেল ম্যাক্সটে। গত ১৮ই মে মারা গেছেন অভিনেতা। বয়স হয়েছিল প্রায় ৯২। সন্তানদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে পাওয়ার ন্যপ নিতে গিয়েছিলেন তিনি। তার মধ্যে খবর এলো তিনি আর নেই। পরপারে পাড়ি দিয়েছি ঘুমের মধ্যেই। গত কুড়ি তারিখ, তার পরিবারে তরফে এক প্রতিনিধি এই সংবাদ জানান। শুধু অভিনেতা হিসেবে নয়, বরং তিনি পরিচিত ছিলেন, একজন সফল লেখক একজন পারিবারিক মানুষ হিসেবে। তার সঙ্গে যারা কাজ করেছেন তারা তাদেরকে ভাগ্যবান বলে মনে করতেন।
Bollywood Actress: ৩২ এই হাল ছাড়লেন? বলিউডকে আলবিদা অভিনেত্রীর...
অভিনেতা ITV এর টেলিভিশন ক্রাইম সিরিজে সার্জেন্ট প্যারিম্যান হিসেবে দীর্ঘকাল সময় কাটিয়েছেন। এই চরিত্র সারা বিশ্ব এবং দেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয়, বিবিসি ডক্টর হুর দুটি পর্বে - ডেরেক মোবার্লি চরিত্রে, আইকনিক হয়ে ওঠেন। এবং এই সিরিজের মাধ্যমে আজীবন পরিচিত হয়ে থাকবেন। তিনি অভিনয় করেছিলেন বেশ কয়েকটি আইকনিক সিনেমাতে। তার মধ্যে, Robbery এবং দ্যা ষ্টিক আপ- উল্লেখযোগ্য।
২০১১ সালে আইটিভি সোপ করোনেশন স্ট্রিট, জন উডভাইনের প্রতিস্থাপনকারী অ্যালান হোয়েল চরিত্রে অভিনয় তাঁর পর্দায় শেষ উপস্থিতি ছিল। ২০ মে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রয়াত অভিনেতার মুখপাত্র বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা মাইকেল ম্যাকস্টে'র মৃত্যুর খবর জানাচ্ছি, যিনি একজন সর্বোচ্চ মর্যাদাবান, প্রতিভাবান লেখক ও পারিবারিক মানুষ। মাইককে চিনতে পারাটা সৌভাগ্যের ব্যাপার ছিল। শান্তিতে থাকুন। মাইকেল ম্যাকস্টে তার স্ত্রী, অভিনেত্রী জেনিফার ক্লুলো এবং দুই পুত্রকে রেখে পরলোক গমন করেছেন।