/indian-express-bangla/media/media_files/2025/11/05/actor2-2025-11-05-17-54-18.jpg)
যা ঘটিয়েছিলেন অভিনেতা...
Bollywood Unknown Stories: সংক্ষিপ্তভাবে বললে এটা একদম ফিল্মি কাহিনি, কিন্তু বাস্তবের গল্প। সোশ্যাল মিডিয়ার আগের সময়ে, সম্পর্ক গোপন রাখা তুলনামূলকভাবে সহজ ছিল, আর সন্দেহ হলে মানুষ সরাসরি ব্যক্তিগত গোয়েন্দা পর্যন্ত ভাড়া করতেন। এখন যদিও সবার জীবন সোশ্যাল মিডিয়ায় খোলা বই, তবুও বহু সেলেব্রিটি তাদের বাস্তব জীবনের বড় একটা অংশ আড়াল করেই রাখেন। আর ঠিক সেই লুকোনোর অভ্যাসই ভেঙে দিয়েছিল এক জনপ্রিয় টিভি দম্পতির দীর্ঘস্থায়ী সম্পর্ক।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত গোয়েন্দা তানিয়া পুরি জানান, এক খ্যাতিমান পুরুষ টিভি অভিনেতা বহু বছর ধরে দ্বৈত জীবন চালিয়ে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী এবং সন্তান থাকতেন অন্য শহরে, আর আরেক শহরে তিনি সম্পূর্ণ আলাদা নামে পরিচয় দিয়ে থাকতেন। অভিনেতার বর্তমান সঙ্গী, যিনি নিজেও জনপ্রিয় টিভি অভিনেত্রী, আচরণে পরিবর্তন বুঝে গোয়েন্দাদের সাহায্য নেন। তদন্তে বেরিয়ে আসে চমকে যাওয়ার মতো সত্য।
Shubhashis Mukherjee: কর্পোরেট বিয়ে! যেভাবে ঘর বাঁধলেন শুভাশিস-ঈশিতা?
তানিয়া জানান, প্রথম স্ত্রী ও প্রাপ্তবয়স্ক সন্তান ছিল সেই অভিনেতার, যাদের আর্থিক সাহায্য-ও করতেন। মজার বিষয়, সেই অর্থের বড় অংশই আসত বর্তমান সঙ্গিনীর কাছ থেকে। তবে প্রথম বিয়ের বিচ্ছেদ হয়নি, আর দ্বিতীয় সম্পর্কটাও আইনত নিবন্ধিত নয়। বরং মন্দিরে প্রতিজ্ঞা করে তারা দম্পতির মতোই থাকতেন এবং প্রকাশ্যে বলতেন, "বিয়েতে বিশ্বাস করি না"।
IMDB Top 5 Indian Movies: এ বছরের কোন কোন ছবি IMDB-র শীর্ষে? দেখে নিন এক ঝলকে...
প্রথম স্ত্রী ছোট শহরের সাধারণ স্কুলশিক্ষিকা। সেখানে কেউই জানত না তিনি একজন টিভি তারকার স্ত্রী। অভিনেতা সেই শহরে অন্য নামে পরিচিত ছিলেন, ফলে তাঁর দ্বৈত জীবন প্রায় অনেকদিন প্রকাশ পায়নি। সত্য সামনে আসতেই অভিনেত্রীর কাছে বিষয়টি ছিল সম্মান ও আত্মসম্মানের প্রশ্ন। তাই তিনি কাউকে কিছু না বলে সরে দাঁড়ান, কারণ পাশে থাকলে তাঁকেই অপমান সইতে হতো।
মোট কথা, জনপ্রিয়তা আর গোপনীয়তার আড়ালে এত বড় প্রতারণা চলছিল, আর এক গোয়েন্দার তদন্তেই ভেঙে গেল তার মুখোশ। নেহাতই টিভি সিরিয়ালের স্ক্রিপ্ট মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us