Actor Passed Away: আচমকাই সব শেষ! রহস্যমৃত্যু জনপ্রিয় অভিনেতার...

Popular actor passed away: মানুষটাই যে অকালে চলে যাবেন, কেউ ভাবতেও পারছেন না। সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচার হতেই শোকে মূহ্যমান অনেকেই। জনপ্রিয় একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে তাঁর মৃত্যুর খবর।

Popular actor passed away: মানুষটাই যে অকালে চলে যাবেন, কেউ ভাবতেও পারছেন না। সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচার হতেই শোকে মূহ্যমান অনেকেই। জনপ্রিয় একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে তাঁর মৃত্যুর খবর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actor passed away

অভিনেতার রহস্যমৃত্যু...

একের পর এক তারকারা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আর এবার তেমন এক তারকার মৃত্যুর খবর কানে আসছে, যিনি নিজের হাস্যরস এবং কৌতুকের মাধ্যমে দর্শককে পর্দার মধ্যে বাঁচিয়ে রাখতেন। সেই মানুষটাই যে অকালে চলে যাবেন, কেউ ভাবতেও পারছেন না। সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচার হতেই শোকে মূহ্যমান অনেকেই। জনপ্রিয় একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে তাঁর মৃত্যুর খবর।

Advertisment

গোলগাল চেহারার এই মানুষটি, কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। সম্প্রতি জানা যাচ্ছে লিলোও এন্ড স্টিচ এর হাওয়াইয়ান অভিনেতা ডেভিড হেকেলি কেনুই বেল, পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। লিলো অ্যান্ড স্টিচ ছাড়াও তিনি অভিনয় করেছিলেন হাওয়াই ফাইভ - ০ এবং ম্যাগনাম পি আই ছবিতেও। তার বোনই তার মৃত্যুর খবর সকলকে জানিয়েছেন। তার এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সকলে বেশ দুঃখিত। অভিনেতার বোন জানিয়েছেন...

আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার ভীষণ মিষ্টি উদার প্রতিভাবান এবং মজাদার ভাই, চলে গিয়েছেন না ফেরার দেশে। এবং আশা করব আমার বাবার সঙ্গে এবার স্বর্গে তার সময় কাটবে। এদিকে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, তারই আকর্ষিক মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য। দু সপ্তাহ আগেও, পরিবারের সঙ্গে দারুন সময় কাটিয়েছেন তিনি। সিনেমা হলের সেরা আসনগুলো বুক করেছিলেন নিজের পছন্দমতই। স্ক্রিনিং এ অংশ নিয়েছেন পরিবারকে সঙ্গে নিয়েই।

অভিনেতার বোন নানা মুহূর্তের স্মৃতি উজাড় করে লিখছেন..

Advertisment

“যদিও আমি একজন পিতার সান্নিধ্য ছাড়াই বড় হয়েছি, ডেভিড আমাকে নিঃশর্ত ভালবাসা দিয়েছে যা আমি সম্ভবত আশাও করিনি এবং আমি বিশ্বাস করি যে তার সমস্ত পরিবার এবং বন্ধুবান্ধব তার কাছ থেকে একই ভালবাসা লাভ করেছে। ও সর্বদা আমাকে, তার ভাগ্নি এবং তার কাছের মানুষদের নিয়ে মজায় ডুবে থাকতেন। আমরা আরও পারিবারিক সংযোগ তৈরি করতে একসাথে তাতিহি এবং লিন্ডসে পুনর্মিলনে যাওয়ার অপেক্ষায় ছিলাম। ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিনোদন তাঁর কাছে এতটাই উত্তেজনাপূর্ণ ছিল এবং আমি জানতাম যে তিনি তা উপভোগ করেছিলেন।” 

ডেভিডের মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার প্রতিনিধি লাশাউনা ডাউনি সংবাদ মাধ্যমে বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও এটা জানতে পেরেছি। এটা হৃদয়বিদারক ও দুঃখজনক। তিনি আমার দেখা অন্যতম সেরা অভিনেতা ছিলেন। এমন মিষ্টি দৈত্য আমি আগে দেখিনি।"

Entertainment News Entertainment News Today actor death news