মৃত্যুর মত প্রাসঙ্গিক কিছু, এই দুনিয়ায় আর দুটো নেই। কারণ? মৃত্যু কখন কাকে নিজের কাছে টেনে নেবে, একথা বোঝা সম্ভব না। হঠাৎ করেই কে কখন চলে যাবেন সেকথা বোঝা সম্ভব না। আর সেটাই যেন হল বছর ৩১ এর এই র্যাপাড়ের সঙ্গে। স্টেজের সামনে অপেক্ষা করছেন অগণিত ভক্ত। তাঁর আগেই চলে গেল প্রাণ। মঞ্চে ওঠার আগেই ঘটে গেল দুর্ঘটনা। চলে গেলেন তিনি।
বয়সটা নিতান্তই কম। মাত্র ৩১ বছর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে হার্ট অ্যাটাকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি। প্রসঙ্গে র্যাপাড় জেরেমি বানা ওয়ানা। প্যারিসে একটু কনসার্টের কারণে গিয়েছিলেন তিনি। সেখানে হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়। শারীরিক অসুবিধার কথা বুঝতে পেরেই তাঁকে আইসিইউ তে স্থানান্তরিত করা হয়। এবং সেখানেই আর শেষ রক্ষা হল না। বরং তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। কনসার্টের আগে এহেন ঘটনা, আর তারপরই সব শেষ।
Director Death: রহস্যমৃত্যু জনপ্রিয় পরিচালকের, রামকৃষ্ণ মঠ থেকে উদ্ধার …
ক্যামেরুন বংশদ্ভুত এই র্যাপার এর লিওর ক্লাবে ১৭ই মে একটি এক্সক্লুসিভ শোকেসে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু, সেই গুড়ে বালি। বরং, সবাইকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন। জানা যাচ্ছে, তাঁর পারিবারিক তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে, সমাজ মাধ্যমে তাঁর নানা ক্লিপ এবং ছবি শেয়ার করেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। স্পটিফাই ফ্রান্সের তরফে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লেখা হয়েছে, "ভেরেনোই জেরেমি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।"
মাত্র পাঁচ বছরের মধ্যে, মন্ট্রিয়েল র্যাপার সামগ্রিকভাবে র্যাপ এবং ফরাসি সংগীতে একটি স্থায়ী চিহ্ন রেখে গেছেন। ভেরেনোই ফরাসি র্যাপ সার্কিটের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। গত বছর ফ্রাঙ্কোফোলিস দে লা রোশেল সংগীত উত্সবের ৪০তম সংস্করণে শিরোনামে ছিলেন তিনি। তিনি ২০২৩ ফ্ল্যামস অনুষ্ঠানের সময় অ্যালবাম অফ দ্য ইয়ার পুরষ্কারও জিতেছিলেন। সেখানে স্বশরীরে উপস্থিত হতে না পারলেও, তিনি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন।