Jojo-Pousali Banerjee: মঞ্চে বাদ্যযন্ত্র সরানো ঘিরে ক্যাট-ফাইট! পৌষালীকে কড়া ভাষায় বিঁধতেই জোজোকে পালটা লোকসংগীত শিল্পীর

Jojo-Pousali Banerjee Clash: একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে জোজো আর পৌষালী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই। সোশ্যাল মিডিয়ায় একেবারে বিস্ফোরক জোজো, পালটা প্রতিক্রিয়ায় কী বলছেন পৌষালী?

Jojo-Pousali Banerjee Clash: একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে জোজো আর পৌষালী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই। সোশ্যাল মিডিয়ায় একেবারে বিস্ফোরক জোজো, পালটা প্রতিক্রিয়ায় কী বলছেন পৌষালী?

author-image
Kasturi Kundu
New Update
cats

জোজো-পৌষালীর ক্যাট ফাইট

Jojo-Pousali Banerjee Fight: ১ নভেম্বর বিজয়গড়ে উদয়চক্র ক্লাবের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন দুই প্রখ্যাত শিল্পী জোজো মুখোপাধ্যায় ও পৌষালী বন্দ্যোপাধ্যায়। প্রথমে পৌষালীর পারফরম্যান্স তারপর জোজোর। দুই পক্ষেরই সাউন্ড চেকিং হয়ে গিয়েছে। মিস জোজোর পারফর্ম যেহেতু দ্বিতীয়ভাগে ছিল তাই নিয়মমতো অনুষ্ঠান শুরুর আগেই যাবতীয় সরঞ্জাম-ড্রাম স্টেজে সাজিয়ে রাখা হয়। উল্লেখ্য, পৌষালীর ড্রাম ছিল না। জোজোর টিমের সদস্যরা যখন মিউজিক সিস্টেম সাজিয়ে পাশের একটি হোটেলে খেতে যায় তখন নাকি স্টেজে সাজানো ড্রামগুলো পৌষালীর টিম সরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় শনিবার মধ্যরাতে লাইভে এসে এমনই অভিযোগ করেছেন জোজো। 

Advertisment

আরও পড়ুন রাত ১২ কেক কেটে সেলিব্রেশন, কৃষভির প্রথম জন্মদিনে আবেগে ভাসলেন শ্রীময়ী-কাঞ্চন

ক্ষোভ উগরে দিয়ে পৌষালীর পেশাগত মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয় এই ঘটনায় তিনি চূড়ান্ত অপমানিত বোধ করেছেন সেটাও বলেছেন জোজো। অনুষ্ঠান না করে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু, ক্লাবকর্তা ও শ্রোতাদের সঙ্গে অন্যায় অবিচার করতে চাননি বলেই পারফর্ম করেছেন জোজো। পৌষালীকে রীতিমতো হুঁশিয়ারী দিয়ে বলেছেন, দীর্ঘ কেরিয়ারে বহুশিল্পীকে আসতে দেখেছেন আবার রাতারাতি ধূলোয় মিশেও যেতে দেখেছেন। তাই এত উদ্ধত্য মোটেই ভাল নয়। এটা চরম অপেশাদারিত্বের পরিচয়।

Advertisment

জোজো রাগে ফুঁসতে ফুঁসতে বলসেছেন মঞ্চ প্রত্যেকের, কারও পৈতৃক সম্পত্তি নয়। তাই এমন আচরণ কাম্য নয়। আগামীতে এমন ঘটনা কখনই মেনে নেবেন না। লাস্ট বাট নট ইন লিস্ট, পৌষালীর উপর রাগে ফেটে পড়লেও একটি কথা বারবার বলেছেন পৌষালী তাঁর দীর্ঘদিনের পরিচিত এবং তাঁকে স্নেহ করেন। ঠিক এই কথার রেশ ধরেই পালটা আক্রমণ লোকসংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়ের। জোজোর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নিজের পক্ষে সাফাই দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে কাঠগোড়ায় তুলেছেন জোজোকেই।

আরও পড়ুন দক্ষিণের ছায়া কালনার মাটিতে! জোজোর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা? কী বলছেন সংগীতশিল্পী?

ভিডিওবার্তায় পৌষালীর দাবি, জোজোর মিউজিশিয়ানরা নির্দিষ্ট সময়ের অনেকটা পরে এসেছেন। তাই সাউন্ড চেক করতে সময় লেগেছে। সেই সময় তাঁরা যে উদ্ধত্য আচরণ করেছেন সেটা পৌষালীর টিমের সদস্যরা কখনও করেন না। দেরি করে সাউন্ড করতে আসার জন্য অনুষ্ঠান সঠিক সময় শুরু হবে কিনা সেই নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়। সেই সময় চারিদিক থেকে শুধু একটাই শব্দ তাড়াতাড়ি সবটা করতে হবে। কমিটির সদস্যকে বলেই দুই ইঞ্জি ড্রাম কিট সরানো হয়েছে বলে জানান পৌষালী। দেখুন সেই ভিডিও। 

একইসঙ্গে একটি বিষয় অত্যন্ত সৌজন্যতা বজায় রেখে পৌষালী বলেছেন, জোজোর টিমের এক সদস্য গান গাওয়ার সময় মঞ্চে উঠে পড়েছিলেন। প্রশ্ন তুলেছেন, এটা অপেশাদারিত্ব নয়? পুরোটা না জেনে মিস জোজো অনেক অভিযোগ করে ফেলেছেন বলে দাবি পৌষালীরষ সবশেষে একটাই কথা বলেছেন, তিনি এইরকম কথা ডিজার্ভ করেন না। 

আরও পড়ুন বন্দুকের বুলেট খেয়ে মারাত্মক কাণ্ড! তড়িঘড়ি হাসপাতালে জোজোর ছেলে, কেমন আছে আদি?

Pousali Banerjee Miss Jojo