মা–বোনকে হারিয়ে শোকে আচ্ছন্ন অভিনেত্রী, ব্যাংক কেলেঙ্কারি টেনে নিল সন্ন্যাসের পথে

২০১৯ সালে পিএমসি ব্যাংক কেলেঙ্কারি তাঁকে আর্থিকভাবে বিপর্যস্ত করে। নুপুর জানিয়েছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়ে যাওয়ায় বেঁচে থাকার জন্য গয়না বিক্রি করতে বাধ্য হন।

২০১৯ সালে পিএমসি ব্যাংক কেলেঙ্কারি তাঁকে আর্থিকভাবে বিপর্যস্ত করে। নুপুর জানিয়েছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়ে যাওয়ায় বেঁচে থাকার জন্য গয়না বিক্রি করতে বাধ্য হন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nupur-Alankar

কে এই অভিনেত্রী...

Bollywood Actress: অভিনেত্রী নুপুর অলাঙ্কার, যিনি 'আগলে জনম মোহে বিটিয়া হি কিজো' এবং 'ঘর কি লক্ষ্মী বেটিয়ান'- এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন, ২০২২ সালে অভিনয় দুনিয়া ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। সম্প্রতি টেলি টক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পিএমসি ব্যাংক কেলেঙ্কারি, মায়ের অসুস্থতা ও মৃত্যু এবং বোনকে হারানোর মতো পরপর ব্যক্তিগত ট্রাজেডি, তাকে আধ্যাত্মিকতার পথে চলতে প্রেরণা জুগিয়েছে।

Advertisment

নুপুর বলেন, "পিএমসি ব্যাংক জালিয়াতির পর জীবন আমূল বদলে গেল। মায়ের চিকিৎসার খরচ জোটানো কঠিন হয়ে দাঁড়ায়। এরপর মা ও বোনকে হারানো- সব মিলিয়ে আমি পার্থিব জীবন থেকে দূরে সরে যেতে শুরু করি। আমি যাদের কাছের মানুষ ছিলাম, তাদের অনুমতি নিয়ে সব সম্পর্ক ছেড়ে দিই এবং আধ্যাত্মিকতার পথে হাঁটি।"

Shah Rukh Khan: মাথার ওপর ছিল না ছাদ, খাবারও খাননি ২ দিন, মায়ের মৃত্যুর পরেই কার কাছে রাতের বেলা ছুটে যান শাহরুখ? 
    
২০১৯ সালে পিএমসি ব্যাংক কেলেঙ্কারি তাঁকে আর্থিকভাবে বিপর্যস্ত করে। নুপুর জানিয়েছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়ে যাওয়ায় বেঁচে থাকার জন্য গয়না বিক্রি করতে বাধ্য হন। এবং সহকর্মীদের কাছ থেকেও টাকা ধার করেন। তিনি বলেন, "৩০০০ টাকা ধার নিতে হয়েছে, ৫০০ টাকা কেউ ট্রান্সফার করেছিলেন যাতায়াতের জন্য। এখনো বন্ধুদের কাছে ৫০,০০০ টাকার মতো ধার আছে।" 

Advertisment

Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি?

অভিনেত্রী প্রশ্ন তোলেন, "নিজের কষ্টার্জিত টাকা যখন জমে যায়, তখন মানুষ কীভাবে বাঁচবে? আমি নিয়ম করে কর দিই, তারপরও এমন কষ্ট পেতে হলো কেন?" 

TV Actress bollywood actress Entertainment News Today