Actress Death: বয়স হয়েছিল মাত্র ২৪, ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর দেহ...

Actress Death News: সূত্রের খবর, তাঁর এক বন্ধুই নাকি বারবার ফোন করে তাঁকে পাচ্ছিলেন না। এবং একটা সময় পর ভয় পেয়েই তিনি সোসাইটির সিকিওরিটিকে ফোন করেন। তারপরই...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kim sae ron death, south korean actress

actress death: প্রয়াত অভিনেত্রী, কী করে ঘটল অঘটন? Photograph: (Instagram)

এর আগেও ইন্ডাস্ট্রিতে এহেন ঘটনা ঘটেছে। অল্প বয়সেই প্রাণ হারিয়েছেন বহু নায়ক কিংবা নায়িকা। কেউ কেউ আত্মহননের পথে গিয়েছেন, আবার কেউ কেউ শারীরিক অসুস্থতায় প্রাণ হারিয়েছেন। ফের এবারও একই গল্প। প্রাণ গেল এক তরতাজা অভিনেত্রীর।

Advertisment

সাউথ কোরিয়ান এই অভিনেত্রীকে দেখা গিয়েছে বহু ড্রামা সিরিজে। যার মধ্যে ব্লাডহাউন্ডস অন্যতম। এই সিরিজে খুব গুরুত্বপূর্ন ভূমিকায় ছিলেন তিনি। অভিনেত্রী কিম সায়রনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর বাসভবনে। বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। এটুকু বয়সে কেন হঠাৎ করে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন তিনি? অল্প বয়সে এর আগে বহু কোরিয়ান অভিনেতা অভিনেত্রী প্রাণ হারিয়েছেন।

বছর ২৪ এর কিম সাইরন ঠিক কী কারণে মারা গিয়েছেন, সেকথা এখনও অধরা। পুলিশ নিজেও তদন্ত চালাচ্ছে। যে বাড়িতে তিনি থাকতেন, সেখানে পৌঁছেছে পুলিশ। এবং মৃত্যু আসলে কী কারণে ঘটেছে, সেই নিয়ে কিছুই জানা যায়নি। আদৌ তাঁর ন্যাচারাল ডেথ নাকি আত্মহত্যা সেই নিয়ে অনেকটাই তদন্ত এখন বাকি। যদিও বা পুলিশ সূত্রে খবর, আশেপাশে কোনও কিছুই এমন পাওয়া যায় নি যাতে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়।

সূত্রের খবর, তাঁর এক বন্ধুই নাকি বারবার ফোন করে তাঁকে পাচ্ছিলেন না। এবং একটা সময় পর ভয় পেয়েই তিনি সোসাইটির সিকিওরিটিকে ফোন করেন। তারপরই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। উল্লেখ্য, এই অভিনেত্রীর কাজের জীবন শুরু হয় বেশ অল্প বয়সেই আর তাঁর মধ্যেই সব শেষ।

Advertisment

গতবছর, পার্ক মিনযায়ে খুব অল্প বয়সেই পাড়ি দেন না ফেরার দেশে। মাত্র ৩২ বছর বয়সেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও কিম মিসো, গো হারা থেকে সাল্লি, অনেকেই অল্প বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

korean drama korean actress