Advertisment

সই করলেন, 'সংগ্রামী মা' হিসেবে মাঝরাতে সুখবর দিলেন পরীমণি

নতুন শুরু অভিনেত্রীর, জীবনে এক বিরাট সিদ্ধান্ত নিলেন

author-image
IE Bangla Entertainment Desk
New Update
porimoni, porimoni actress, porimoni bangladeshi actress, bangladeshi actress, porimoni news, porimoni bangladesh, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

পরীমণির নতুন শুরু

তিনি পরীমণি, তাঁকে নিয়ে সবসময় নানা চর্চা। কখনও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে, আবার কখনও তিনি নতুন ছবির জন্য বিনোদন পাড়ায় শিরোনামে। রবিবার তাঁর জীবনের এক অনিন্দ্য সুন্দর দিন হতে চলেছে আগেই জানিয়েছিলেন, তবে সুখবরটি আসলে কী?

Advertisment

একটা সই... ভাল কিছু হতে চলেছে। বেশিরভাগই ভেবেছিলেন যে রাজ পরীর আইনি বিচ্ছেদ হয়তো। এমনকি চয়নিকা চৌধুরীকে তাঁকে এও বলতে শোনা যায়, যে সবসময় সারাজীবন তিনি শুধু ঠকেছেন। কাউকে ঠকাননি। আরও জোরালো হয়েছিল রহস্য। কিছুদিন আগেই হাত কেটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরী। রাজ নিজেও মাথা ফেটে হাসপাতালে গিয়েছিলেন। দুইয়ে দুইয়ে চার করতে বাকি রাখেননি কেউই। তবে, রবিবার মধ্যরাতে পরীমণি জানালেন আসল সুখবর।

নীল রঙ্গা শাড়িতে তাঁকে একেবারেই মাছরাঙা লাগছিল বলা যায়। অভিনেত্রী সই তো করলেন, তবে ডিভোর্সের কারণে নয়। বরং বছর দুয়েক পর আবারও নতুন শুরু করতে চলেছেন তিনি। মা হিসেবে পরী মানুষের নজর কেড়েছেন। ছেলেকে একা হাতে মানুষ করে তুলছেন। এবার, নিজের জীবনের সেই সংগ্রাম পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি। তাই তো সাক্ষর করলেন নতুন ছবি 'ডোডোর গল্পে'। দুই বছর যা থেকে দূরে ছিলেন তিনি, এবার সেখানেই আবারও মন দিয়েছেন তিনি।

নতুন ছবিতে সই করার প্রসঙ্গেই তিনি বলেন, "অনেক সুন্দর একটা গল্প। আমার সঙ্গে লাইটস ক্যামেরা অ্যাকশন জড়িয়ে রয়েছে। সিনেমার জগতের মানুষেরা আমার জীবনের অন্য এক পরিবার। দু বছর সেটা ছাড়া থেকেছি। আবারও ফিরতে পেরে খুব ভাল লাগছে। ছবিতে তিনি এক সংগ্রামী মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন। শুধু তাই নয়, অনেক গল্পের মধ্যে থেকেই এই গল্পটাকে বেছে নিয়েছি। দর্শকদের জন্য ভাল কিছু দিতে পারব এটা ভেবেই ভাল লাগছে।"

প্রসঙ্গত, ছবির পরিচালক জানিয়েছেন পরী বেশ অনেকদিন পর যেহেতু কাজে ফিরছেন তাই ধামাকা হওয়া খুব প্রয়োজন।  ২০ বছরের একটা গোটা জীবন দেখানো হবে এই ছবিতে। তার জন্য অনেক প্ল্যানিং সাজিয়ে ফেলেছেন তিনি। প্রায় ৮৭ জনের কাছাকাছি কাজ করছেন এই ছবিতে। যদি, সম্ভব হয় তবে এইবছর শেষেই ছবিটি রিলিজ করবে।

tollywood bollywood Entertainment News Pori Moni
Advertisment