জীবন কখনও কখনও অদ্ভুত সব দৃশ্য দেখায়। অতীতের একটি ছোট্ট পাতা আবারও সামনে এসে দাঁড়ায়। প্রয়াত পরীমণির প্রাক্তন স্বামী। রাস্তায়, ট্রাক চাপা পড়ে মৃত বাংলাদেশের সুপারস্টারের প্রাক্তন। কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?
Advertisment
পরীমণি যিনি সবসময় নিজের একাধিক বিয়ের ছবি আলোচনায় থাকেন, এবার তাঁর প্রাক্তন স্বামীদের একজন পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ইসমাইল হোসেন জমাদ্দার, তাঁর প্রথম স্বামী পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। যদিও, এই ব্যক্তিকে তাঁর স্বামী হিসেবে অনেকেই চেনেন না। কারণ, সালটা তখন ২০১০। সেসময় তিনি সিনেদুনিয়ার নায়িকা নন। তাঁকে সেভাবে কেউ চেনেন না। তখনই তাঁদের বিয়ে হয়েছিল।
সূত্রের খবর, শুক্রবার রাতে ঢাকা ভাঙ্গা মহাসড়কের পাচ্চর এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও ইসমাইলের সঙ্গে তাঁর পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। কানাঘুষো খবর, ইসমাইল ছিলেন তাঁর খুড়তুতো ভাই। কিন্তু, এই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। দুবছরের মাথায় তাঁদের ডিভোর্স হয়। কিন্তু পরীমণি তখনও ঢাকার চর্চিত নাম নয়। একদম আদ্যোপান্ত একটা সাধারণ মানুষ।
Advertisment
ঘনিষ্ঠ মহলে কি এই প্রসঙ্গে তিনি কিছু জানিয়েছেন? সূত্রের খবর, এই নিয়ে পরী কোনও বাক্য বিনিময় করেননি কারওর সঙ্গে। যদিও বা এসব অনেক পুরোনো দিনের হিসেব। এখন আর তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। এমনকি, পরীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ইসমাইল আবারও বিয়ে করেন। তাঁর দুটি সন্তান পর্যন্ত রয়েছে।
ছবি- সংগৃহীত
উল্লেখ্য, পরীমণি মানেই বিতর্ক। তাঁর একাধিকবার বিয়ের কারণে তিনি আলোচনায় থাকেন। এরপরেও তিনি আরও অনেকগুলি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শরিফুল রাজের সঙ্গে তাঁর একটি সন্তান রয়েছে। কিন্তু, ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর পরিবারের সঙ্গে আর পরীর কোনও সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে।