/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/pori.jpg)
কী কাণ্ড! কী কাণ্ড!... তাই বলে এইভাবে?
পরীমণির জীবনে, ভালবাসার মানুষের অন্ত নেই। একদিকে, যেমন তাঁর জীবনে বিশ্বাসঘাতকের সংখ্যা কম নেই, তেমনই ভালবাসার মানুষের অভাব নেই - আজ ফের তা বোঝা গেল।
সন্তান সংসার সিনেমা একসঙ্গে সব সামলাচ্ছেন তিনি। তাঁর পাশপাশি বিতর্ক তাঁকে নিয়ে কম নেই। যদিও বা, সেই মাত্র এখন অনেকটা কমেছে। তাই তো, অভিনেত্রীকে বেশিরভাগ সময়ই পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। আর আজ তো, সমাজমাধ্যমে যে ভিডিও শেয়ার করেছেন...
পরী নিজের জীবনের নানা কথা ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন। সেখানে দাঁড়িয়ে, আজকে দেখালেন এমন একজনকে, যে অনায়াসে পরীর পা ধরে বসে পড়তে পারেন। শুধু তাই নয়, পরীর কাছে আবদার করতে পারেন। এবং এমন কিছু আবদার করে বসবে সে, যেন ভাবতেই পারেন না তিনি। বড় দিদির কাছে আবদার করাই যায়। আর পরী নিজেও যেন তাই করলেন...
অভিনেত্রীর পা ধরে বসে আছেন ছোট বোন। রীতিমতো পা ধরে টানাটানি করছে সে। একটা সময় তাঁকে জিজ্ঞেস করতে দেখা গেল, পা ধরছিস কেন বল? আর উত্তরে সে হেসে সোজা বলতে লাগল, আপু এসো! একটু লুডো খেলব...এসো এসো! আর এই কান্ড দেখেই, পরী হেসে বললেন, এমন কেউ লুডো খেলার জন্য করতে পারে, আমি ভাবতেও পারি না।
উল্লেখ্য, পরীর এই কান্ড দেখে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়। কেউ বললেন, আপনি এত ন্যাকা কেন? আবার কেউ বললেন, এসব মানায় না আপনাকে। আবার কারওর কথায়, আমার বাড়িতেও এরকম একজন রয়েছে, যে পা ধরে বসে যায়।