/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/pori.jpg)
পরীর মন্তব্য
ছেলে রাজ্য অসুস্থ, ছোট্ট হাতে চ্যানেল করা তাঁর। তাঁকে কষ্ট পেতে দেখে মোটেই ভাল নেই মা পরীমণি। হাসপাতালে তাঁর সঙ্গেই থাকছেন অভিনেত্রী। পাশে কেউ নেই, আজও অতীতের কথা মনে করে মাঝেমাঝে একলা হয়ে পড়েন। এবার, এক চূড়ান্ত ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় কয়েকমাস হল। ছেলেকে নিয়ে এখন একাই থাকেন তিনি। পরিবারের প্রয়োজনীয়তা ঠিক কতটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন তিনি। তাই তো, পরিস্থিতির সঙ্গে মানানসই একটি ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করলেন তিনি। সেই ভিডিওটির বিষয়বস্তু কিছুটা এমন, যে সন্তান ছোট থাকাকালীন তাঁকে সময় দিতে পারছেন না বাবা মা। আর সেই ছেলেমেয়ে বড় হয়ে গেলেই তখন আর তাঁদের কাছে সময় থাকে না বাবা মায়ের জন্য।
আরও পড়ুন < ‘টিম ইন্ডিয়ায় পুরুষ সিংহ নেই..?’ মণিপুর বিতর্কে ছবি বানানোর আর্জি যেতেই চূড়ান্ত চটলেন বিবেক >
আরও পড়ুন < ব্যক্তিগত জীবনে ‘মা’ শব্দটার প্রভাব খুব একটা নেই : ‘রামপ্রসাদ’ সব্যসাচী চৌধুরী >
ভিডিওটি বেশ কাঁপিয়ে দিয়েছে তাঁকে। সময় প্রবহমান। বোঝার আগেই সব সময় হাতের নাগালের বাইরে বেরিয়ে যায়। অভিনেত্রী, এই ভিডিও শেয়ার করে লিখলেন, "বোঝেন নি ব্যাপারটা, সবটাই সময়ের হিসেব"। ছেলে দিনদিন বড় হচ্ছে। তাঁকে এখন সময় দেওয়া খুব দরকার। নয়তো একদিন চিত্র পুরো পাল্টে যাবে।
আরও পড়ুন < বসে বসে বউয়ের পয়সায় খান জয়জিৎ! ভয়ঙ্কর অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে… >
একেই বাবা ছাড়া বড় হচ্ছে সে। পরী নিজেই তাঁর বাবা এবং মা। ছেলে রাজ্য তাঁকে আম্বা বলেই ডাকে। দুজনের সমান ভালবাসা দেওয়া নিতান্তই সহজ না। তাই, তো এখন এতটা চিন্তিত সে। তবে, এখন ভাল আছে ছেলে রাজ্য। পরী নিজেই জানিয়েছিলেন, মায়ের সঙ্গে খেলছে সে। আজকে অনেক দুষ্টুমিও করেছে।