Advertisment
Presenting Partner
Desktop GIF

'অনাথ শব্দটা আমার কাছে গালাগালি..', পাশে নেই স্বামী রাজ! দায়িত্বের ভারে একথা বলেন পরীমণি?

ছেলে রাজ্যকে নিয়েও এখন ব্যতিব্যাস্ত পরী...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
porimoni son rajya, porimoni raj divorce,পরীর ছেলে রাজ্য, পরীমণি-রাজ বিভেদ, porimoni, porimoni actress, porimoni bangladeshi actress, bangladeshi actress, porimoni news, porimoni bangladesh, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

পরীমণি

ছোটবেলায় বাবা মাকে হারানোর যন্ত্রনা সহজে ভোলা সম্ভব না। আর পরীমণি! ছোটবেলায় মাকে হারানোর যন্ত্রণা ভুগেছেন তিনি। কিন্তু, আজও নিজেকে এতিম কিংবা অনাথ ভাবতে পারেন না তিনি।

Advertisment

বাংলাদেশের চর্চিত নক্ষত্র তিনি। নায়িকা তো অনেকেই নয়, কিন্তু তারকা হওয়ার দক্ষতা সবার থাকে না। পরীমণি যাকে ঘিরে নয়া সব বিতর্ক, নতুন ছবির তালিকা, এমনকি রিলিজের পর সুপার ডুপার হিট সেসব ছবি। শেষ মা ছবিতে নায়িকার অভিনয় নিয়ে চারিদিকে চর্চা। কিন্তু, এই মায়ের ছায়াই একসময় মাথা থেকে সরে গিয়েছিল তাঁর। ছোট থেকেই মায়ের ভালবাসা থেকে বঞ্চিত তিনি। তাও, নিজেকে অনাথ মানতে নারাজ ছিলেন পরী।

আরও পড়ুন < ‘সব সময়ের হিসেব, বুঝবে…’, অসুস্থ ছেলে রাজ্যকে কোলে নিয়েই বিরাট ইঙ্গিত দিলেন পরীমণি >

এতিম বা অনাথ শব্দটা তাঁর কাছে গালির সমান। ছোটবেলায় মা মরে যাওয়ার পরেও পরিবারের কাছে তিনি ছোট্ট পরী হয়েই ছিলেন তিনি। বলেন, "আমি ছোটবেলা থেকে কোনোদিন এই শব্দটার সঙ্গে পরিচিতই হইনি। আমার যে মা মরে গিয়েছিল, এটা আমায় আমার পরিবারের কেউ বুঝতেও দেয়নি। আমি ছোট থেকেই খুব অন্যভাবে বড় হয়েছি। বলতে হয়, সেটা আমার পরিবারের একটা বড় দেন।"

এখানেই শেষ নয়, অভিনেত্রী সাফ বলেন.. "আমার কাছে এতিম বা অনাথ শব্দটা একটা গালাগালির সমান। তাঁদের যে কতকিছুর মধ্যে দিয়ে যেতে হয়। কত কী সহ্য করতে হয়, এটা তারা জানে।" সেকারণেই কি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলে রাজ্যকে নিয়ে একটু বেশিই চিন্তায় পড়ে গিয়েছেন তিনি? আপাতত রাজ্যর আম্বা হয়েই তাঁকে বড় করে তুলছেন।

tollywood Entertainment News Pori Moni
Advertisment