'আমি এতটা শক্তিশালী, আগে জানতাম…', জীবনে শান্তি ফিরে পেলেন পরীমণি

অবশেষে শান্তি ফিরল পরীমণির

অবশেষে শান্তি ফিরল পরীমণির

author-image
IE Bangla Entertainment Desk
New Update
parimoni

পরীর মন ভাল নেই?

ছেলেকে নিয়ে এখন সুখের সংসার তাঁর। নেই কোনও বিপত্তি, নেই কটাক্ষ, এমনকি দুশ্চিন্তাও অনেকটা তাঁর পিছু ছেড়ে দিয়েছে। পরীমণি এখন তাঁর স্বপ্নের জগতে ভাসছেন। ছেলেকে নিয়ে আলাদাই আনন্দ তাঁর।

Advertisment

বিয়ে করেছিলেন রাজকে। তাঁর কিছুদিনের মধ্যেই জানিয়েছিলেন তিনি অন্তঃসত্বা। সুখের দিন কাটলেও ছেলে হওয়ার পর থেকেই যত গন্ডগোল। বেশ কিছুদিনের বচসা, দাম্পত্য কলহ। অবশেষে সব মিটেছে। আইনিভাবে বিচ্ছেদ হয়েছে তাঁদের। এখন ছেলেকে নিয়েই দিনযাপন। এক পরী এবং পুণ্যের অপরূপ গাঁথা শোনাতেই সারাদিন পার করে ফেলেন তিনি।

স্ত্রী হিসেবে নিজের বড়াই না করলেও একজন মা হিসেবে নিজেকে সবসময় বিরাট নম্বর দিয়ে এসেছেন তিনি। এবারও ব্যতিক্রম নয়। বরং ছেলের রাজ্যর খেয়াল রাখতে রাখতে তিনি নিজেকে আরও অন্যরকম ভাবে আবিষ্কার করতে শুরু করেছেন। পাশে শুয়ে আছে ছেলে। তাঁকে নিজের বাহুডোরে জড়িয়েই পরী লিখলেন...

Advertisment

আরও পড়ুন - আমার বাংলা নিয়ে কোনও প্রশ্ন করবেন না: দেব

"আমার শান্তি। একজন মা হিসেবে আমি অনেককিছু পেয়েছি। আজ বুঝতে পারি, নিজেকে যতটা শক্তিশালী ভাবতাম তাঁর থেকেও আমি অনেক বেশি কঠোর। তাঁর থেকে বেশি ডেডিকেটেড। আমি যে এতটা কারওর জন্য ভাবতে পারি, সেটা এতদিন বুঝিই নি। জীবনে যে এত খুশি হওয়া যায় এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শুকরিয়া খোদা।"

ছেলে রাজ্যই এখন তাঁর সব। সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এজীবনের মত বিয়ে প্রেম, সবটা এখন অতীত। আর এসব সম্ভব না এজীবনে। ছেলে হয়ে গিয়েছে এসব নিয়ে আর ভাবেন না। কিছুদিন আগেই রিলিজ করেছে তাঁর ছবি পাফ ড্যাডি। সেই ছবির কারণেই, বেশ চর্চায় রয়েছেন তিনি। অভিনেত্রী, এর আগেও জানিয়েছিলেন, নতুন শুরু করতে চলেছেন তিনি। ডোডোর গল্প - নতুন ছবি সাইন করেছেন তিনি।

প্রসঙ্গত, ছেলে রাজ্যর জন্মদিনেও তাঁকে নানা কথা শুনতে হয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলের প্রথম জন্মদিন পালন করেছেন। তাতে, উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। অপু বিশ্বাস তাঁকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছিলেন। রাজ্য বরাবরই সকলের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে পরী পুত্র হওয়ার সুবাদে সেই ছোট্ট মানুষকে বেশ ভালবাসেন সকলেই।

tollywood Entertainment News Pori Moni